সরকার বিএনপি থেকে নির্বাচিতদের সংসদে যেতে ভীষণ চাপ দিচ্ছে : ফখরুল

ইসলাম টাইমস ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ নেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে ভীষণ  চাপ দেওয়া হচ্ছে।

আজ শুক্রবার মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফখরুল এসব কথা বলেন।

তিনি বলেন, ‘নিঃসন্দেহে চাপ রয়েছে। যেটা সবসময়ই থাকে। যে সরকার জনগণের ভোটে নির্বাচিত হয় না, তারাই এই ধরনের চেষ্টা করে থাকে ক্ষমতায় টিকে থাকার জন্য’।

মির্জা ফখরুল মনে করেন, বিএনপি জনগণের দল। ফলে একটি গোষ্ঠী বা একটি ব্যক্তি যদি কোনও সিদ্ধান্ত নেয় তাহলে দলের খুব বেশি ক্ষতি হয় না।

সংসদে না যাওয়ার বিএনপির যে সিদ্ধান্ত ছিল, তা এখনও অটুট আছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এ বিষয়ে কোনও দ্বিমত থাকার কথা নয়। দলের এই (শপথ না নেওয়া) সিদ্ধান্ত যারা ভঙ্গ করবেন তাদের বিরুদ্ধে দল থেকে ব্যবস্থা নেওয়া হবে।

 

পূর্ববর্তি সংবাদমার্কিন জোটের অভিযানে সিরিয়ার রাক্কাতেই ১৬০০ বেসামরিক নাগরিক নিহত
পরবর্তি সংবাদসিলেটে তালীমুদ্দীন একাডেমি, বাদ মাগরিব উদ্বোধন করবেন মাওলানা আব্দুল মালেক