শ্রীলঙ্কায় জুমার নামাজে শত শত মুসল্লি: মসজিদের আশপাশে ছিল সেনাপ্রহরা

ইসলাম টাইমস ডেস্ক: শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর বাতাসে যখন আজানের ধ্বনি ভেসে আসছিল, তখন কোলাহলহীন রাস্তা দিয়ে মসজিদে গিয়ে জড়ো হন।শহরের নিভৃত অংশেই কল্লপিটিয়া জুমা মসজিদটি।

কিন্তু সেখানে গিয়ে তারা এমন দৃশ্য দেখেন, যেটা সচরাচর ঘটে না। অ্যাসল্ট রাইফেল হাতে সেনা বাহিনীর জওয়ানরা মসজিদের আশপাশ পাহারা দিচ্ছিলেন। এবং দ্রুততার সাথে সব সারতে বলছিলেন। -খবর রয়টার্স

সরকার সবাইকে ঘরে বসে নামাজ আদায় করতে বললেও শত শত মুসল্লি শুক্রবার ঈমানী আবেগে বিভিন্ন মসজিদে গিয়ে জমায়েত হন। এবং জামায়াতে নামাজ আদায় করেন। এরপর দেশের সব ধর্মের মানুষের শান্তি কামনা করে মোনাজাত করেন।

ইস্টার সানডেতে একযোগে হামলার পর দেশটির রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রটিতে  সেনা মোতায়েন করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদপ্রশমিত হচ্ছে তাপপ্রবাহ, ঘূর্ণিঝড়ের পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের
পরবর্তি সংবাদআসন্ন রমজানকে স্বাগত জানিয়ে আরব আমিরাতে নিত্যপণ্যের বিশেষ মূল্যছাড়