শিক্ষার্থীদের উপস্থিতিতে ধূমপান না করার নির্দেশ: শিক্ষা অধিদপ্তর

ইসলাসম টাইমস ডেস্ক: বিদ্যালয়ের ভেতরে এবং বিদ্যালয়ের বাইরে অন্তত শিক্ষার্থীদের সামনে ধূমপান না করতে শিক্ষকদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার এ নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

নির্দেশনায় বলা হয়, কিছু শিক্ষক বিদ্যালয়ের মধ্যে ও বিদ্যালয়ের বাইরে শিক্ষার্থীদের উপস্থিতিতে ধূমপান করে থাকেন। বিষয়টি শিক্ষকসুলভ আচরণ ও জনস্বাস্থ্যের পরিপন্থী। তাই শিক্ষকেরা যেন বিদ্যালয়ের মধ্যে ধূমপান না করেন। এবং বিদ্যালয়ের বাইরে অন্তত শিক্ষার্থীদের সামনে যেন ধূমপান থেকে বিরত থাকেন।

নির্দেশনায় আরো বলা হয়, কোনো কোনো শিক্ষক প্রচুর পরিমাণে পান, জর্দা ও গুল গ্রহণ করে ক্লাসরুমে যান কিংবা শিক্ষার্থীদের উপস্থিতিতে কথা বলেন। এতে শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তাই, ক্লাস নেওয়ার সময়ে অথবা শিক্ষার্থীদের উপস্থিতিতে শিক্ষকদের পান, জর্দা ও গুল না নেওয়ার নির্দেশনা দিয়েছে অধিদপ্তর।

পূর্ববর্তি সংবাদচট্টগ্রামে চান্দের গাড়ির চাপায় নিহত ৪ ঘুমন্ত শ্রমিক
পরবর্তি সংবাদকেরানীগঞ্জের চুনকুটিয়ায় প্লাস্টিক কারখানায় আগুন