বিএনপির যারা সংসদে শপথ নিয়েছে তারা জাতির দুশমন : গয়েশ্বর

ইসলাম টাইমস ডেস্ক: দলের সিদ্ধান্ত অমান্য করে বিএনপির যারা সংসদে শপথ নিয়েছে এবং শপথ নিবেন তারা জাতীয়তাবাদী শক্তির দুশমন, তারা এদেশ ও জাতির দুশমন বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশন আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

গণমাধ্যম বিরোধী কালো আইন বাতিল, সাংবাদিক হত্যার বিচার, বন্ধ গণমাধ্যম খুলে দেয়া এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন কর হয়।

গয়েশ্বর বলেন,  একাদশ সংসদে ধানের শীষের প্রতীকে নির্বাচিত কেউ শপথ নিবেন না বলে বিএনপির দলীয় সিদ্ধান্ত ছিল। যারা দলের সিদ্ধান্ত মানে না তারা দলের কেউ হতে পারে না। তারা দলের শত্রু। তারা জাতিয়তাবাদী শক্তির দুশমন।

প্রসঙ্গত,  বিএনপি থেকে নির্বাচিত ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে শপথ নিয়েছেন।

 

পূর্ববর্তি সংবাদস্বাভাবিক ও নান্দনিক জীবনধারার কথাই বলে ইসলামের সংস্কৃতি
পরবর্তি সংবাদশিক্ষক লাঞ্ছনার দায়ে ভাসানী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতিসহ তিন নেতা বহিষ্কার