কাভার্ড ভ্যান চাপায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর মোহম্মদপুরের কলেজগেট সংলগ্ন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের গেটে কাভার্ড ভ্যানের চাপায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন। নিহত ছাত্রীর নাম ফাহমিদা হক লাবণ্য। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী ছিলেন।

বৃহস্পতিবার বেলা সোয়া ১২টায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা সোয়া ১২টার দিকে কাভার্ডভ্যানটি লাবণ্যকে চাপা দিয়ে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে পার্শ্ববর্তী শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বেলা ২টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। মেয়েটি মোটরসাইকেল রাইড নিয়েছিল। দুর্ঘটনায় বাইক চালক সুমন আহত হলেও পুলিশ যাওয়ার আগে সে হাসপাতাল থেকে চলে যায়।

তিনি আরও বলেন, নিহত লাবণ্যের পরিবার বর্তমানে মর্গে অবস্থান করছে। প্রথমে তারা ময়নাতদন্ত না করার জন্য পুলিশকে অনুরোধ জানিয়েছিলেন। তবে ময়নাতদন্তের বিষয়টি এখনো সুরাহা হয়নি।

পূর্ববর্তি সংবাদআইএসকে বিস্ফোরক দ্রব্য সরবরাহ করে ভারতের সাত প্রতিষ্ঠান : ইন্ডিয়ান এক্সপ্রেস
পরবর্তি সংবাদআমি নিজে ঘুষ খাই না, কাউকে ঘুষ খেতে দেবো না: গণপূর্তমন্ত্রী