সরকারের ১০০ দিনের কর্মসূচি নিয়ে সিপিডির বিশ্লেষণ অনভিপ্রেত : তথ্যমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: সরকারের ১০০ দিনের কর্মসূচি নিয়ে সিপিডি যে কথা বলেছে, তা অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ বুধবার  দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী  একথা বলেন।

মন্ত্রী বলেন, ‘সিপিডি সরকারের ১০০ দিন পার হওয়ার পর যে রিঅ্যাকশন দিয়েছে এটি অনভিপ্রেত, অগ্রহণযোগ্য। গত ১০ বছর ধরে দোষ খুঁজে বেড়ানো তাদের যে স্বাভাবিক প্রবৃত্তি, এটিও তারই অংশ।’

হাছান মাহমুদ বলেন,  ‘আজ সমগ্র পৃথিবী দেখছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এবং এর প্রশংসা করছে। গত ১০০ দিনে সরকার অনেক কাজ করেছে, বিশেষ করে অর্থনৈতিক উন্নয়ন। অথচ সিপিডি এগুলো দেখতে পাচ্ছে না। এটি তাদের ব্যর্থতা। তবে আমরা আশা করবো, সিপিডি তাদের ব্যর্থতা কাটিয়ে সরকার যে অগ্রগতি ও উন্নয়ন করছে— সেটির দিকে দৃষ্টি দেবে।’

মন্ত্রী বলেন  ‘এ সময়ে মানুষের ক্রয়ক্ষমতা সব মিলিয়ে দুই থেকে আড়াই গুণ বেড়েছে। দুঃখজনক হলেও সত্য, গত ১০ বছর ধরে সিপিডি শুধু দোষই খুঁজে বেড়িয়েছে।’

তিনি বলেন, ‘তারা বাজেটের আগে একবার দোষ খোঁজে, বাজেটের পরে একবার খোঁজে, বছরান্তে একবার খোঁজে, সব সময় দোষ খুঁজে বেড়ায়। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, সিপিডি’র কাজ কি শুধু দোষ খুঁজে বেড়ানো? এই যে অগ্রগতি গত ১০ বছরে হয়েছে, দুঃখজনক হলেও সত্য এটি তারা দেখে না। এটি তাদের দৈন্যতা এবং ব্যর্থতা।’

 

পূর্ববর্তি সংবাদসিইসি বলেন “ইভিএম সুষ্ঠু নির্বাচনের উপায়”
পরবর্তি সংবাদডেনমার্কে খ্রিস্টান নেতার কোরআন পুড়ানোর ঘটনায় ফুঁসে ওঠেছে মুসলমানরা