শপথের প্রশ্নে বিএনপির সিদ্ধান্ত বদলের অপেক্ষা

ইসলাম টাইমস ডেস্ক: নির্বাচনের ফলের গেজেট প্রকাশের দিন থেকে ৯০ কার্যদিবসের মধ্যে শপথ নেয়ার যে বিধান রয়েছে, সেই সময় শেষ হচ্ছে ৩০ এপ্রিল। এই সময়ের মধ্যে কেউ শপথ না নিলে তার আসন শূন্য হয়ে যাবে।

একাদশ সংসদ নির্বাচনে দলের নির্বাচিতদের শপথ না নেয়ার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। এ বিষয়টি মীমাংসিত ইস্যু উল্লেখ করে দলটির নীতিনির্ধারকরা বলেছেন, তারা নির্বাচনকে প্রত্যাখ্যান করে নতুন করে নির্বাচনের দাবি করে বলছেন, সংসদে গেলে আন্তর্জাতিক সম্প্রদায় এবং দেশে ভোটারদের কাছে সরকার বৈধতা পাবে। সেটি সরকারের জন্য লাভ হবে। তারা আরও বলেন, বিএনপি সংসদে না গেলে দলটি আপসহীন একটা অবস্থানও তুলে ধরতে পারবে।

এমন সিদ্ধান্ত দলটিতে কোনো প্রভাব ফেলবে কিনা তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এবার শপথ না নিলে বিএনপি টানা দ্বিতীয়বারের মতো সংসদের বাইরে থাকবে।

বিএনপির নির্বাচিত কয়েকজন সংসদ সদস্য বলেছেন, শপথ নেয়ার প্রশ্নে বিএনপি সিদ্ধান্ত বদলায় কিনা, তারা এখন সে জন্য অপেক্ষা করছেন।

পূর্ববর্তি সংবাদগাজীপুরে ট্রেনে কাটা পড়ে ২ যুবক নিহত
পরবর্তি সংবাদক্রিকেটার যখন প্রধানমন্ত্রী তখন এমন তো হবেই, বিলাওয়াল