ভারতে মহামারী রূপে ছড়িয়ে পড়েছে পরকীয়া

ইসলাম টাইমস ডেস্ক: ভারতজুড়ে মহামারী রূপে ছড়িয়ে পড়েছে বিবাহবহির্ভূত পরকীয়ার সম্পর্ক। এক জরিপে দেখা গেছে,  ভারতে প্রত্যেক ১০ জন নারীর মধ্যে সাতজন তাদের স্বামীর সঙ্গে প্রতারণা করে পরকীয়ায় লিপ্ত।

ডেটিং অ্যাপ গ্লিডেনের পরিচালিত এক জরিপে ভারতের নারীদের পরকীয়ায় জড়িয়ে পড়ার চাঞ্চল্যকর এই তথ্য উঠে এসেছে।  ‘নারীরা কেন ব্যভিচারে জড়িয়ে পড়ছেন’ শিরোনামে জরিপটি পরিচালনা করা হয়েছিল। পরকীয়ার অন্যতম অনলাইন প্ল্যাটফর্ম এই অ্যাপটির ব্যবহারকারী ভারতে অন্তত ৫ লাখ।

গ্লিডেনের জরিপ বলছে, ভারতের ব্যাঙ্গালুরু, মুম্বাই, কলকাতার মতো শহরের নারীরা সবচেয়ে বেশি পরকীয়ায় জড়িয়ে পড়ছেন।

স্বামীর সঙ্গে বৈবাহিক জীবনে অসুখী, অবজ্ঞা, গৃহস্থলীর কাজে স্বামীর সহযোগিতা না করার কারণেই নারীরা পরকীয়ায় লিপ্ত হওয়ার পেছনে প্রধান যুক্তি হিসেবে তুলে ধরেছেন। ঘরের কাজে সহায়তা না করায় তারা পরকীয়ায় জড়িয়ে পড়ছেন। এমনকি এই নারীরা স্বামীকে ঠকাচ্ছেন তাদের বৈবাহিক জীবন একঘেয়েমি হয়ে পড়ায় এবং অবিশ্বাস জন্ম নেয়ার কারণে নারীরা পরকীয়ায় জড়ায় বলে জানিয়েছে জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠানটি।

পূর্ববর্তি সংবাদভবিষ্যতে আবাসিক বাসাবাড়িতে গ্যাস সরবরাহ করা হবে না, জ্বালানি প্রতিমন্ত্রী
পরবর্তি সংবাদএকজন গ্রাহকের নামে নিবন্ধন করা ১৫টির বেশি সিম বন্ধ হয়ে যাবে বৃহস্পতিবার: বিটিআরসি