আযহার ওয়েলফেয়ার সোসাইটির আরবি-ইংরেজি ভাষা কোর্স রমজানে

ইসলাম টাইমস ডেস্ক: মিশরের আল আযহার বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা সমাপনকারী বাংলাদেশি আলেমদের সেবামূলক সংগঠন ‘আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ’-এর উদ্যোগে পবিত্র রমজান মাসে আরবি- ইংরেজি ভাষা শিক্ষা কোর্সের আয়োজন করা হয়েছে।

জানা গেছে, “আল আযহার ভাষা কোর্সে”র সিলেবাস অনুসরণ করে প্রস্তুতকৃত বিশেষ সিলেবাসের অধীনে আযহারী শিক্ষকদের তত্বাবধানে কোর্সটি পরিচালিত হবে। অঙশগ্রহণকারীদের জন্য আবাসিক ও অনাবাসিক উভয় ধরণের ব্যবস্থা থাকবে। আয়োজকরা বলছেন, একই সাথে আরবি ও ইংরেজিতে মৌলিক দক্ষতা অর্জনে কোর্সটি মাদরাসা শিক্ষার্থীদের সহায়ক হবে ইনশাআল্লাহ।

কোর্সের মেয়াদ থাকবে ১৫ দিন। ১ লা রমজান শুরু হয়ে শেষ হবে ১৫ রমজান । কোর্সের স্থান : বাইতুল মামুর জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স, (নান্নু মার্কেটের পাশে) মিরপুর ১১, ঢাকা। রেজিস্ট্রেশন ও বিস্তারিত তথ্যের জন্য আগ্রহীরা যোগাযোগ করতে পারেন এই নাম্বারসমূহে:  ০১৭১৭৯১৯২১০, ০১৭৭২১৮১৬০৫, ০১৬৪২৩৮২০৪১

পূর্ববর্তি সংবাদকামরাঙ্গিরচরে মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াতের সভা অনুষ্ঠিত
পরবর্তি সংবাদভবিষ্যতে আবাসিক বাসাবাড়িতে গ্যাস সরবরাহ করা হবে না, জ্বালানি প্রতিমন্ত্রী