সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে আগামীকাল

সংসদ অধিবেশন
আগামীকাল বিকেল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ কার্য উপদেষ্টা কমিটির সভায় অধিবেশনের মেয়াদ এবং কার্যক্রম চূড়ান্ত করা হবে।

অধিবেশনের প্রথম দিনের কার্যসূচি থেকে জানা গেছে, বৈঠকের শুরুতেই সভাপতিমণ্ডলীর মনোনয়ন, শোকপ্রস্তাব গ্রহণ ও প্রশ্নোত্তর অনুষ্ঠিত হবে। বুধবার প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর ছাড়াও তথ্য, শিল্প এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে।

এছাড়া, এদিনে জণপ্রশাসন প্রতিমন্ত্রী বাংলাদেশ কর্ম কমিশনের (বিপিএসসি) ২০১৮ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করবেন।

প্রথম দিনের অধিবেশনে কোনও আইন  প্রণয়ন হবে না। তবে, তিনটি বিলের বিষয়ে সংসদীয় কমিটির রিপোর্ট উপস্থাপন করা হবে। বিলগুলো হলো— বীমা করপোরেশন বিল, সমাজকল্যাণ পরিষদ বিল ও উদ্ভিদের জাত সংরক্ষণ বিল।

পূর্ববর্তি সংবাদউদ্যোগ ও উদ্যমহীনভাবেই কাটল বর্তমান সরকারের প্রথম ১০০ দিন : সিপিডি
পরবর্তি সংবাদদেশে অলিখিত বাকশাল প্রতিষ্ঠিত হয়েছে : ড. খন্দকার মোশাররফ