রাজধানীতে বাসচাপায় দুজন নিহত, দায়ী চালক

ইসলাম টাইমস ডেস্ক: মৎস্য ভবনের সামনে আজ মঙ্গলবার সকালে স্বাধীন পরিবহনের একটি বাসের চাকায় পিষ্ট হয়ে দুজন নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে বাসটি মিরপুর থেকে শাহবাগ হয়ে মাওয়া যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ বলছে, এ দুর্ঘটনার জন্য স্বাধীন পরিবহনের বাসচালকই দায়ী। রমনা থানার পরিদর্শক (অপারেশন) মো. জহিরুল ইসলাম বলেন, চালকের দাবি ব্রেক ফেল হয়ে এ দুর্ঘটনা ঘটেছে।

বলা হচ্ছে, নিজেকে বাঁচানোর জন্য এ কথা বলছেন চালক। আসলে তিনি দ্রুতগতিতে বাসটি চালিয়ে আসছিলেন। দুর্ঘটনার জন্য ওই বাসচালকই পুরোপুরি দায়ী।

বাসচালক নজরুল ইসরামের দাবি, শাহবাগ মোড় থেকে ঘোরার সময় বাসটির ব্রেক কাজ করছিল না। এরপর গতি কমিয়ে ফেলেন তিনি। কিন্তু মৎস্য ভবনের মোড় ঘুরতে গিয়ে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। আটক করার পর রমনা থানা পুলিশকে এ জবানবন্দী দেয়  বাসচালক নজরুল।

স্বাধীন পরিবহনের চালককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পর জহিরুল ইসলাম বলেন, মোড় ঘুরতে গিয়ে রিকশা, প্রাইভেটকার, বাসসহ সামনে থাকা মোট ছয়টি যানবাহনকে ধাক্কা দেয় স্বাধীন পরিবহনের বাসটি। ধাক্কায় একটি রিকশা দুমড়ে-মুচড়ে যায়। এতে দুজন প্রাণ হারায়।

 

পূর্ববর্তি সংবাদসুইজারল্যান্ডে তুর্কি দূতাবাসে হামলা
পরবর্তি সংবাদউদ্যোগ ও উদ্যমহীনভাবেই কাটল বর্তমান সরকারের প্রথম ১০০ দিন : সিপিডি