তৈরিপোশাক খাতে ২৩ শতাংশ মজুরি বৃদ্ধির দাবী শুভংকরের ফাঁকি : টিআইবি

ইসলাম টাইমস ডেস্ক: সাম্প্রতিক দেশের তৈরিপোশাক খাতের মজুরি বৃদ্ধিকে “শুভংকরের ফাঁকি” বলে অভিহিত করেছে দুর্নীতিবিরোধী সংস্থা টিআইবি।  মালিকপক্ষ মূল মজুরি বৃদ্ধির হার ২৩ শতাংশ দাবি করলেও প্রকৃতপক্ষে তা গড়ে ২৬ শতাংশ কমে গেছে বলে দাবী করেছে সংস্থাটি।

আজ মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রানা প্লাজা ধসের ছয় বছর উপলক্ষে ‘তৈরিপোশাক খাতে সুশাসন: অগ্রগতি ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদন তুলে ধরে টিআইবি এসব কথা বলেছে। টিআইবির কর্মকর্তা নাজমুল হুদা মিনা এবং মোস্তফা কামাল গবেষণাপত্রটি উপস্থাপন করেন।

২০১৩ সালে গার্মেন্ট শ্রমিকদের বেতন বৃদ্ধিকে একরকম ‘শুভঙ্করের ফাঁকি’ উল্লেখ করে গবেষণাপত্রে বলা হয়, বাজার ও দ্রব্যমূল্য এবং জীবন মান বৃদ্ধির সাথে তুল্যমূল্য বিচারে বেতন বাড়েনি বরং ২৬ শতাংশ কমেছে।

গত ছয় বছরের একটি পরিসংখ্যান উপস্থাপন করে বলা হয়, এই সময়ের মধ্যে সাড়ে ১২ শ গার্মেন্ট কারখানা বন্ধ হয়ে গেছে। সেই সাথে চাকরিচ্যুত হয়েছেন প্রায় চার লাখ শ্রমিক। এদের মধ্যে মাত্র ৬৬০০ জন তাদের ন্যায্য ক্ষতিপূরণ পেয়েছেন।

অনুষ্ঠানটিতে মুখবদ্ধ উপস্থাপন আর সঞ্চালনা করেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

পূর্ববর্তি সংবাদকওমী ফোরামের সেমিনার অনুষ্ঠিত: শিক্ষাপ্রতিষ্ঠানে নৈতিকতা ফিরিয়ে আনতে ৭ দফা দাবি
পরবর্তি সংবাদসুইজারল্যান্ডে তুর্কি দূতাবাসে হামলা