শ্রীলঙ্কায় এবার মসজিদে হামলা, লক্ষ্যবস্তুতে মুসলিম সম্প্রদায়

ইসলাম টাইমস ডেস্ক: গতকাল রবিবার দিনের বেলায় রাজধানী কলম্বো ও আশেপাশের গির্জা ও হোটেলে সিরিজ বিস্ফোরণের পর রাতেই হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হন মুসলিমরা।

শ্রীলঙ্কার পুত্তালুম জেলায় রবিবার রাতে একটি মসজিদে পেট্রোল বোমা হামলা চালানো হয়েছে। এছাড়া বান্দারাগামা এলাকায় মুসলিম মালিকানাধীন দুটি দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।সূত্র : এজেন্সিয়া ইএফই

তবে গির্জায় হামলার মতোই মসজিদে হামলার দায়ও কেউ স্বীকার করেনি। শ্রীলঙ্কা সরকারও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে রবিবারের দিনের বেলার সিরিজ বিস্ফোরণ ও রাতের পেট্রোল বোমা হামলার জন্য কাউকে দায়ী করেনি।

শ্রীলঙ্কার সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, হামলার ব্যাপারে ভুল তথ্য ও গুজব ছড়ানো রোধ করতে ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ গুরুত্বপূর্ণ সামাজিক যোগাযোগমাধ্যম ও বার্তা পাঠানোর অ্যাপস দেশটিতে বন্ধ করে দেওয়া হয়েছে।

 

 

পূর্ববর্তি সংবাদপ্রধানমন্ত্রীর ব্রুনাই সফর, সাত চুক্তিতে দুইদেশের সমঝোতা
পরবর্তি সংবাদঝিনাইদহে লাশ কাঁধে নিয়ে মহাসড়কে এলাকাবাসীর বিক্ষোভ