প্রধানমন্ত্রীর ব্রুনাই সফর, সাত চুক্তিতে দুইদেশের সমঝোতা

ইসলাম টাইমস ডেস্ক: পশুসম্পদ, মৎস্য, সংস্কৃতি ও ক্রীড়া এবং এলএনজি সরবরাহের ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার জন্য সাতটি চুক্তি সম্পন্ন হয়েছে বাংলাদেশ ও ব্রুনাইয়ের মাঝে।

আজ সোমবার ব্রুনাইয়ের সুলতানের সরকারি বাসভবন ইস্তানা নুরুল ইমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সুলতান হাসানাল বলকিয়ার মধ্যে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকের পর এই চুক্তিগুলো স্বাক্ষরিত হয়। দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রীরাও এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক সংবাদমাধ্যকে এ চুক্তির ব্যাপারে নিশ্চিত করেন।

সম্পাদিত চুক্তিগুলো হচ্ছে কৃষিক্ষেত্রে বৈজ্ঞানিক ও কারিগরি সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ), মৎস্যক্ষেত্রে সহযোগিতার সমঝোতা স্মারক, পশুসম্পদের ক্ষেত্রে সহযোগিতার সমঝোতা স্মারক, সাংস্কৃতিক ও শিল্প সহযোগিতা–সম্পর্কিত সমঝোতা স্মারক, যুব ও ক্রীড়াক্ষেত্রে সহযোগিতার সমঝোতা স্মারক, এলএনজি সরবরাহে সহযোগিতার ক্ষেত্র–সম্পর্কিত সমঝোতা স্মারক এবং কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্ট হোল্ডারদের জন্য ভিসার ছাড়সংক্রান্ত বিনিময় নোট।

প্রসঙ্গত, ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়ার আমন্ত্রণে তিনদিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার ব্রুনাইতে পৌঁছান।

পূর্ববর্তি সংবাদআশঙ্কা নেই, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক আছে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তি সংবাদশ্রীলঙ্কায় এবার মসজিদে হামলা, লক্ষ্যবস্তুতে মুসলিম সম্প্রদায়