শ্রীলঙ্কা ট্র্যাজেডি : নিহত ১৯০, রাজধানীতে কারফিউ জারি, ফেসবুক বন্ধ, সরকারি ছুটি ঘোষণা

ইসলাম টাইমস ডেস্ক:  শ্রীলঙ্কায় বোমা হামলার ঘটনায় রাজধানীসহ দেশটির বিভিন্ন শহরে বিকাল ৬টা থেকে আগামীকাল সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।

কয়েক দফা বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯০ জনে। নিহতের মধ্যে অন্তত ৩৫ বিদেশি নাগরিক রয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন পাঁচ শতাধিক নাগরিক। হতাহতের সংখ্যা আরো পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ছাড়া আগামীকাল ২২ এপ্রিল ও পরশু ২৩ এপ্রিল সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। দেশটির সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির প্রেসিডেন্টের সেক্রেটারির দপ্তর থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে।

এছাড়াও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে।

এখন পর্যন্ত এই বোমা হামলার দায় কোনো পক্ষ স্বীকার করেনি।

 

পূর্ববর্তি সংবাদব্যাংককে প্রবীণ সাংবাদিক মাহফুজ উল্লাহর মৃত্যু
পরবর্তি সংবাদঅপরিকল্পিতভাবে স্থাপনা তৈরির ফলেই আবাদি জমি হ্রাস পাচ্ছে : গণপূর্তমন্ত্রী