চাঁদাবাজি মামলায় সিরাজগঞ্জে আওয়ামীলীগ নেতা আটক

ইসলাম টাইমস ডেস্ক: চাঁদাবাজি মামলায় সিরাজগঞ্জের পৌর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হাশেম ওরফে প্যানা হাশেমকে শুক্রবার বিকেলে গ্রেফতার করেছে পুলিশ।

সিরাজগঞ্জ সদরের থানা পরিদর্শক রফিকুল ইসলাম হাশেমের গ্রেফতারের খবর নিমশ্চত করেন।

তবে গ্রেফতারের পর রাতে অসুস্থ পড়লে শহরের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। গ্রেফতারকৃত হাশেম শহরের মালশাপাড়া মহল্লার বাসিন্দা।

রফিকুল ইসলাম জানান, শাহজাদপুর উপজেলার বালু ব্যবসায়ী ইউসুফ আলী সদর উপজেলার বেলুটিয়ার চরে  নিজস্ব ড্রেজারের মাধ্যমে যমুনা নদী থেকে বালু উত্তোলন করে ব্যবসা করতেন। এ অবস্থায় আওয়ামী লীগ নেতা হাশেম ও তার লোকজন চাঁদা দাবি করেন এবং  ড্রেজারের তেল  নিয়ে যান। চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি দেন তারা। এ ঘটনায় বালু ব্যবসায়ী ইউসুফ আলী বাদী হয়ে হাশেমসহ তিনজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১৫/২০ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন।

তিনি আরো জানান, হাশেমকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতারের পর তিনি অসুস্থ হয়ে পড়লে শনিবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সুস্থ্য হয়ে উঠলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

পূর্ববর্তি সংবাদএমডি বললেন, ওয়াসার পানি শতভাগ সুপেয়
পরবর্তি সংবাদসিরিয়ায় ফের আইএস হামলা: আসাদপন্থী ২৭ যোদ্ধা নিহত