ফিলিস্তিন বিষয়ে জরুরি বৈঠক আহ্বান করেছে আরবলীগ

ইসলাম টাইমস ডেস্ক: নির্বাচনের পর ফিলিস্তিনে গ্রেফতার বাড়িয়েছে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইসরাইলি আগ্রাসন বেড়ে যাওয়ায় ফিলিস্তিন বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠক আহ্বান করেছে আরবলীগ।আগামী রোববার মিসরের রাজধানী কায়রোতে এ জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের অনুরোধে এ বিশেষ বৈঠক আহ্বান করা হয়েছে বলে জানান আরবলীগের সেক্রেটারি জেনারেলের মুখপাত্র হুসাম আয যাকি। সূত্র: আল আরাবিয়্যাহ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক গোলান মালভূমি ইসরাইলের সার্বভৌমত্ব হিসেবে স্বীকৃতি দেয়ার পর থেকে ফিলিস্তিনজুড়ে উত্তেজনা বিরাজ করছে। সৌদি আরবসহ অন্যান্য দেশগুলো ট্রাম্পের এ ঘোষণা পুরোপুরি প্রত্যাখ্যান করেছে।

নির্বাচনে জয়ী হলে অবরুদ্ধ ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদি বসতি বাড়ানোর ঘোষণা দিয়েছিল ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নির্বাচনের পর ফিলিস্তিনে গ্রেফতার বাড়িয়েছে অবৈধ এ ইহুদি রাষ্ট্রটি।

নির্বাচন-পরবর্তী ইসরাইলের অবস্থান ও ফিলিস্তিনের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করা হবে আরবলীগের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আগামী বৈঠকে।

 

পূর্ববর্তি সংবাদসু-প্রভাত বাস: চলাচল বিষয়ে ৩০ দিনে নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
পরবর্তি সংবাদদোহায় ফের মার্কিন-তালেবান শান্তি আলোচনা, তালেবান প্রতিনিধি দলে থাকছেন নারীও