নতুন ফিলিস্তিন সরকারের শপথ গ্রহণ, হামাসের প্রত্যাখ্যান

ইসলাম টাইমস ডেস্ক : ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তার নেতৃত্বাধীন ফাতাহ পার্টির নেতৃত্বে গঠিত দেশটির নতুন সরকারের শপথবাক্য পাঠ করিয়েছেন। তবে ফিলিস্তিনের প্রতিদ্বন্দ্বী দল ফাতাহ-এর কেউ নতুন মন্ত্রীসভায় অংশগ্রহণ করেনি।

গত শনিবার রাতে নতুন এই সরকার শপথগ্রহণ করে।

মাহমুদ আব্বাসের দীর্ঘদিনের উপদেষ্টা ও অর্থনীতিবিদ মুহাম্মদ সাত্তাহ নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন। অর্থ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো পরিবর্তন আসেনি।

গত ১০ মার্চ সাত্তাহকে তৎকালীন প্রধানমন্ত্রী রামি হামাদাল্লাহ-এর উত্তরসূরী হিসেবে নাম ঘোষণা করা হয়।

হামাস নতুন সরকারকে প্রত্যাখ্যান করে বলেছেন, এই সরকার গণবিচ্ছিন্ন। এর কোনো বৈধতা নেই এবং সরকার কাঠামো পরিবর্তনে বাধ্য করা হবে।

পূর্ববর্তি সংবাদনতুন পরীক্ষা : যেভাবে প্রস্তুত হচ্ছে হাইয়াতুল উলয়ার এবারের প্রশ্নপত্র
পরবর্তি সংবাদবাংলাদেশে  ডাক্তারি পড়তে আসা কাশ্মীরী ছাত্রীর রহস্যজনক মৃত্যু