হাটহাজারীতে নবীন আলেম ও সেবক সংবর্ধনা অনুষ্ঠিত

ইবরাহিম ফুআদ ।। হাটহাজারী থেকে

দারুল উলুম হাটহাজারী আরবী বিশ্ববিদ্যালয় থেকে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে দাওরায়ে হাদীস (মাস্টার্স) সমাপনকারী আলেমদের সংবর্ধনা উপলক্ষে হাফেজ্জী হুজুর রহ. সেবা সংস্থার আয়োজনে হাটহাজারীতে নবীন আলেম ও সেবকদের সংবর্ধনা দেওয়া হয়েছে ৷

গতকাল ১১ এপ্রিল বৃহস্পতিবার বাদ আসর মাওলানা মুহাম্মাদ আবু সাঈদের সভাপতিত্বে মুফতী সাইফুল ইসলামের সঞ্চালনায় হাটহাজারী উপজেলা ভাইস চেয়ারম্যানের কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয় ৷

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা নাসির উদ্দীন মুনির৷বিশেষ অতিথি ছিলেন সংস্থার সভাপতি মাওলানা রাজিবুল হক, সংস্থার সহ-সভাপতি রোকনুজ্জামান ৷

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা নাসির উদ্দীন মুনির হাফেজ্জী হুজুর রহ.এর স্মৃতিচারণ করে বলেন,হযরত মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর রহ. এদেশের ইসলামী রাজনীতির পুরোধা ছিলেন ৷ ইসলামী রাজনীতিতে হাফেজ্জী হুজুর রহ.-এর ত্যাগ আর অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছে ৷

সেবা সম্পর্কে তিনি বলেন, খেদমতে খালক বা মানবসেবা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় ৷ মাখলুকের সেবা করে খালেক তথা আল্লাহ তা’য়ালার সন্তুষ্টি অর্জন করা যায় ৷ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুওয়াত প্রাপ্তির আগ থেকেই মানব সেবা করতেন ৷

সংস্থার সভাপতি মাওলানা রাজিবুল হক বলেন, হেফাজতে ইসলামের ঈমানী আন্দোলনে যে সকল নবী প্রেমিক শাহাদাত বরণ করেছিলেন হাফেজ্জী হুজুর সেবা সংস্থা ২০১৩ সাল থেকে সে সকল শহীদ পরিবারকে নগট টাকা,শীতবস্ত্র, ঈদ বস্ত্র সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান করে আসছে ৷ এ ছাড়াও সংস্থার পক্ষ থেকে রোহিঙ্গা মুহাজিরদেরকে বিভিন্ন সময়ে নগট টাকা সহ ত্রাণ প্রদান করা হয় ৷

সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় ত্রিশজন নবীন আলেমের হাতে সম্মাননা ক্র্যাস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মাওলানা আবু সাঈদ, মাওলানা রশিদ আহমদ কাসেমী, মুফতী নোমান আল-হাবীব, মুফতী সাইফুল ইসলাম, ইনসাফের হাটহাজারী প্রতিনিধি মাওলানা জুনাইদ আহমদ, মুফতী মুহাম্মাদ রাশেদুল ইসলাম, মাওলানা মুহাম্মাদ ওয়ালী প্রমুখ ৷

পূর্ববর্তি সংবাদঘের দখলকে কেন্দ্র করে  বাগেরহাটে একই পরিবারের ৭ জনকে কুপিয়ে জখম
পরবর্তি সংবাদমুসলিম বাহিনীর কাশগর বিজয় ও একজন বীরের করুণ মৃত্যু