আইনের শাসন না থাকায় দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন বেড়েছে: রিজভী

ইসলাম টাইমস ডেস্ক: আইনের শাসন নেই বলেই  বর্তমানে দেশব্যাপী এক ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং নারী ও শিশু নির্যাতন এখন মহামারী আকার ধারণ করেছে  বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ শুক্রবার বিকেল সাড়ে ৩ টায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের কনফারেন্স হলে জাতীয়তাবাদী তাঁতী দল কেন্দ্রীয় আহবায়ক কমিটির এক পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, বর্তমানে আইনের শাসন নেই বলেই দেশব্যাপী এক ভয়ঙ্কর  পরিস্থিতি বিদ্যমান। প্রতিদিন নানা দূর্ঘটনায় মানুষের প্রাণহানির পাশাপাশি নারী ও শিশু নির্যাতন এখন মহামারী আকার ধারণ করেছে। সুষ্ঠু বিচার ব্যবস্থার অভাব এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রটি বর্তমানে এক জুলুমের নগরীতে পরিণত হয়েছে। মানবতা ও মানবিক মূল্যবোধের অভাবে এবং সরকার নিজ স্বার্থে রাষ্ট্রযন্ত্রকে যথেচ্ছ ব্যবহারের ফলে দেশের মানুষ সর্বদা এক অজানা আশঙ্কায় আতঙ্কিত জীবন অতিবাহিত করছে। দেশের মানুষ এখন পুরোপুরি নিরাপত্তাহীন।

 

 

পূর্ববর্তি সংবাদনুসরাত হত্যার সঙ্গে জড়িতদের কেউ রেহাই পাবে না: প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদইসলাম ও রাসূলকে নিয়ে কটূক্তির অভিযোগে জবির ছাত্রলীগ কর্মী ফরহাদ গ্রেফতার