শিগগিরই মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসবে সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী

 ইসলাম টাইমস ডেস্ক: সড়ক পরিবহন আইন, ২০১৮’ এর বিভিন্ন ধারা বাতিল-সংশোধনের দাবি নিয়ে শিগগিরই মালিক-শ্রমিকদের সঙ্গে  সরকারের বৈঠকে বসার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এর আগে সড়ক পরিবহন আইন বাস্তবায়নের সুপারিশ দিতে গঠিত কমিটির বৈঠক হয়। এই কমিটির প্রধান হলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘সড়ক পরিবহন আইন বাস্তবায়নে আইনমন্ত্রী, আমি ও রেলমন্ত্রীকে নিয়ে নিয়ে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি করা হয়েছিল। আজকে আমরা বসেছিলাম। আইনটির যেসব বিষয়ে তারা (পরিবহন মালিক-শ্রমিক) আপত্তির কথা বলেছেন সবগুলো ধারা আমরা দেখেছি। আমাদের মনে হলো আমরা এটাকে আরেকটু ভালো করে দেখে স্টেকহোল্ডারদের সঙ্গে শিগগিরই বসে আমাদের মতামত প্রকাশ করব।

সর্বোচ্চ শাস্তির ক্ষেত্রে কোনো পরিবর্তন আসতে পারে কিনা- এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা তাএখনও চিন্তা করিনি।  আইনের বাস্তবায়ন তার গতিতেই হবে, এখানে আমাদের কোনো কথা নেই, আমরা শুধু দাবির যৌক্তিকতা দেখছি।

পূর্ববর্তি সংবাদসুদানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ৭৫ বছর বয়সী বশির গ্রেফতার
পরবর্তি সংবাদশাহজালালে ৮০টি কচ্ছপ ও ১২টি স্বর্ণবারসহ বাবা-ছেলে আটক