মাহফিলে কুরআন-সুন্নাহর কথা বলা আলেমদের দায়িত্ব, তা নিয়ন্ত্রণ করা যাবে না : আল্লামা আহমদ শফী

ইসলাম টাইমস ডেস্ক : হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও জামিয়া আহলিয়া মঈনুল ইসলাম হাটহাজারী-এর মহাপরিচালক আল্লামা আহমদ শফী বলেছেন, কুরআন-সুন্নাহ ভিত্তিক আলোচনা করা এবং কুরআনের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া আলেমদের দায়িত্ব। কোনো অজুহাতে তা নিয়ন্ত্রণ করা ঠিক হবে না।

আজ বৃহস্পতিবার হাটহাজারী মাদরাসায় অনুষ্ঠিত ওয়াজ-মাহফিল বিষয়ক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রিপোর্ট ও সুপারিশ বিষয়ে আলেমদের এক পরামর্শ সভায় এসব কথা বলেন তিনি।

মতবিনিময়ের উদ্দেশ্যে দেশের বিশিষ্ট আলেমদের একটি প্রতিনিধি দল আজ তার সঙ্গে দেখা করেন।

তিনি বলেন, আলেমসমাজ নবীদের উত্তরসূরী৷ কুরআন-সুন্নাহর আলোকে জাতিকে নির্দেশনা দেওয়া তাদের কর্তব্য৷ শাসক ও জনগণকে নসীহত করা তাদের জিম্মাদারী৷ তাই কোনো অবস্থাতেই আলেম সমাজের পক্ষে এ দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই৷

দেশের শীর্ষ এই আলেম আরও বলেন, মানুষের ঈমান-আকিদার হেফাজত করা, মানুষকে পরকালমুখী করা, প্রচলিত শিরক-বিদআত ও কুসংস্কারসমূহ সম্পর্কে সচেতনতা তৈরি করার কাজ যুগ যুগ ধরে উলামায়ে কেরামই করে এসেছেন। আগামী দিনে তারাই করবেন। দেশ ও জাতির কল্যাণের সরকারের উচিত তাদের এই মহৎ দায়িত্ব পালনে সহযোগিতা করা।

তিনি সরকারকে সতর্ক করে বলেন, ওয়াজ মাহফিলসহ দ্বীনের দাওয়াত আলেমদের গুরুত্বপূর্ণ কাজ। এর তদারকির জন্য শীর্ষস্থানীয় উলামায়ে কেরামই যথেষ্ট৷ ধর্মীয় স্পর্শকাতর এই বিষয়ে অন্য কোনো মহলের হস্তক্ষেপ হিতে বিপরিত হতে পারে।

সাক্ষাৎকালে উপস্থিত আলেমদের ওয়াজ বিষয়ক গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন আল্লামা আহমদ শফী৷

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, মাওলানা আতাউল্লাহ ইবনে হাফেজ্জী, মাওলানা আব্দুল হামিদ, মাওলানা আবুল কালাম, মাওলানা নূরুল ইসলাম জিহাদী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আনাস মাদানী, মাওলানা মুঈনুদ্দিন রুহী, মুফতী ইমাদুদ্দিন, মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, মাওলানা মাসউদুল করীম, মাওলানা মামুনুল হক, মুফতী সাখাওয়াত হোসাইন রাজি, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ূবী, মুফতী কেফায়াতুল্লাহ আযহারী, মুফতী আব্দুর রাজ্জাক কাসেমী, মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, মাওলানা শফিকুর রহমান, মাওলানা ফয়সাল আহমদ, মাওলানা আবুল কাসেম আশরাফী, মাওলানা রাফি বিন মুনির, মাওলানা লোকমান সাদী, মাওলানা আব্দুর রহিম আল মাদানী, মাওলানা ইয়াকুব উসমানী প্রমুখ৷

পূর্ববর্তি সংবাদযৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার হন উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ
পরবর্তি সংবাদকাতারে প্রবাসী আলেমদের মজলিস অনুষ্ঠিত