কাতারে প্রবাসী আলেমদের মজলিস অনুষ্ঠিত

ইসলাম টাইমস ডেস্ক : কাতারে অবস্থানরত বাংলাদেশি আলেমদের নিয়ে একটি দীনী আলোচনার মজলিস অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সমবেত আলেমদের উদ্দেশে বয়ান করেন নিউইয়র্ক শরিয়াহ বোর্ডের চেয়ার‌ম্যান শায়খ মুফতি জামাল উদ্দিন।

কাতারের দোহায় হাসান বিন আলি মসজিদে এই সভা অনুষ্ঠিত হয় বুধবার রাতে।

অনুষ্ঠানে সমবেত আলেমদের উদ্দেশে শায়খ জামাল উদ্দিন বলেন, ‘আলেমরা পৃথিবীর যেখানেই থাকুন না কেন তারা উম্মতের রাহবার। আপনারা যারা দেশের বাইরে এসে দ্বীনি খেদমত আঞ্জাম দিচ্ছেন, তাদের দায়িত্বও কম না। এই দেশে অনেক বাঙালি মুসলিম রয়েছেন। তারা যেন সহি দ্বীনের চর্চা করতে পারেন সে বিষয়ে প্রবাসী আলেমদের যত্নবান হতে হবে।

তিনি প্রবাসী শিশুদের দ্বীনি শিক্ষা নিশ্চিত করতে উলামায়ে কেরামের প্রচেষ্টার প্রসংশা করে বলেন, দূর প্রবাসে আলেমরা দ্বীনি শিক্ষার প্রসারে যে ভূমিকা পালন করছেন তা প্রসংশনীয়। তবে প্রয়োজনের তুলনায় তা খুবই অপর্যাপ্ত। দ্বীনি শিক্ষার প্রসারে আলেম উদ্যোগ আরও বাড়ানো দরকার বলেও তিনি মন্তব্য করেন।

পূর্ববর্তি সংবাদমাহফিলে কুরআন-সুন্নাহর কথা বলা আলেমদের দায়িত্ব, তা নিয়ন্ত্রণ করা যাবে না : আল্লামা আহমদ শফী
পরবর্তি সংবাদনুসরাত হত্যাকাণ্ডে জড়িত কেউ-ই বিন্দুমাত্র ছাড় পাবে না, স্বরাষ্ট্রমন্ত্রী