ভূমিকম্প ঝুঁকিতে সচিবালয়ের ১ নং ভবন

ইসলাম টাইমস ডেস্ক: অগ্নি দুর্ঘটনার সম্ভাবনা না থাকলেও সচিবালয়ের ভবনগুলোতে ভূমিকম্পের ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম। তিনি বলেন, ‘সচিবালয়ের এক নম্বর ভবনটি (মন্ত্রিপরিষদ ভবন) ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে।  ৬৭ বছরের পুরনো সচিবালয়ের এক নম্বর এ ভবনটিকে   এরইমধ্যে ব্যবহারের অনুপযোগী ঘোষণা করা হয়েছে।’

সোমবার (৮ এপ্রিল)  প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, সচিবালয়ের একনম্বর ভবনটি ভূমিকম্প ঝুঁকিতে থাকায় ওই ভবন থেকে প্রধানমন্ত্রীর দফতর এবং মন্ত্রিপরিষদের বৈঠকের সভাস্থল সরিয়ে নেওয়া হয়েছে।  বর্তমানে সচিবালয়ের অভ্যন্তরে ছয় নম্বর ভবনে  (২০ তলা ভবনের ১৩ তলায়) বৈঠকের সভাস্থল স্থানান্তরিত করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন,  ‘একনম্বর ভবনে অবস্থিত সরকারি অন্যান্য কর্মকর্তাদের দফতর স্থানান্তরে  সচিবালয়ের মসজিদের সামনে বিদ্যমান টিনশেড ভেঙে ফেলে ভূমিকম্প এবং অগ্নিপ্রতিরোধ সম্পন্ন আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত একটি ২০ তলা ভবন নির্মাণ করা হবে।  এরইমধ্যে এ বিষয়ে একটি প্রকল্প একেনেকে অনুমোদিত হয়েছে।’

শফিউল আলম বলেন, ‘সচিবালয়ের ভবনগুলোতে শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নি দুর্ঘটনার কোনও সম্ভাবনা নেই।  প্রত্যেকটি ভবনে  আলাদা করে সার্কিট ব্রেকার বসানো হয়েছে।  এ কারণে সচিবালয়ের ভবনগুলো অগ্নি ঝুঁকিমুক্ত। তারপরেও পিডব্লিউডি প্রত্যোকটি ভবনে আগুন নিরোধক এক্সটিংগুইশারগুলো চেক করছে।  মেয়াদোত্তীর্ণ এক্সটিংগুইশার পরিবর্তন করা হচ্ছে।

পূর্ববর্তি সংবাদমাগুরায় আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষ, আহত ২০
পরবর্তি সংবাদআবারও বিজেপির ইশতেহারে উগ্র হিন্দুত্ববাদ