চলে গেলেন বনানী অগ্নিকাণ্ডে আহত ফায়ারম্যান সোহেল

ইসলাম টাইমস ডেস্ক: চলে গেলেন  বনানী অগ্নিকাণ্ডের ঘটনায় আহত ফায়ারম্যান সোহেল রানা। গতকাল রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তিনি মারা যান।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, রবিবার দিবাগত বাংলাদেশ সময় রাত ২টার দিকে তিনি ইন্তিকাল করেছেন।

এরআগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উন্নত চিকিৎসার জন্য সোহেল রানাকে ৫ এপ্রিল সিঙ্গাপুর নেয়া হয়।

প্রসঙ্গত, গত ২৮ মার্চ বনানী অগ্নিকাণ্ডে কুর্মিটোলা ফায়ার স্টেশনের ফায়ারম্যান সোহেল রানা ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের উঁচু ল্যাডারে (মই) উঠে আগুন নেভানো ও আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার কাজ করছিলেন।

এক পর্যায়ে সোহেলের শরীরে লাগানো নিরাপত্তা হুকটি মইয়ের সঙ্গে আটকে যায়। তিনি মই থেকে পিছলে পড়ে বিপজ্জনকভাবে ঝুলছিলেন। এ সময় তার একটি পা ভেঙে যায়।

পূর্ববর্তি সংবাদশেরেবাংলা নগরে সড়ক দুর্ঘটনা: ট্রাকের ধাক্কায় ভ্যান চালক নিহত
পরবর্তি সংবাদযার মেয়ে নেই সে কীভাবে জান্নাতে যাবে?