সিলেটে জুয়ার আসরে মেয়র আরিফের হানা, সাধারণ মানুষের কৃতজ্ঞতা

২০১৮, ২৩ অক্টোবর সিলেট নগরীর মাছিমপুর এলাকায় অবৈধ স্থাপনা নির্মাণ করে দীর্ঘদিন ধরে পরিচালিত হওয়া জুয়ার আসরে অভিযান চালিয়েছেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী

ইসলাম টাইমস ডেস্ক:  সিলেট নগরীর চালিবন্দর এলাকায় ‘তীর জুয়ার’ বিরুদ্ধে অভিযান চালিয়েছেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে এই অভিযান চালান তিনি।

অভিযানকালে জুয়াড়িরা সবকিছু ফেলে পালিয়ে যায়। আইন শৃঙ্খলা বাহিনী জুয়া খেলার বিভিন্ন সামগ্রী উদ্ধার করেন।

জানা গেছে, চালিবন্দরস্থ ল’ কলেজের পেছনে জেলা পরিষদের মালিকানাধীন জায়গায় টিনের ঘর তৈরি করে দীর্ঘদিন ধরে ‘শিলং তীর’ নামক জুয়ার আসর চালিয়ে আসছিল একটি চক্র। খবর পেয়ে বিকেলে অভিযান চালান মেয়র আরিফ। অভিযানকালে জুয়াড়িরা পালিয়ে যায়। তবে জুয়া খেলার বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।

ইতিপূর্বে আরো বিভিন্ন সময় জুয়ার আসরে হানা দিয়ে সাধারণ মানুষের মানুষের প্রসংশা লাভ করেন মেয়র আরিফ।

এর আগে ২০১৮, ২৩ অক্টোবর সিলেট নগরীর মাছিমপুর এলাকায় অবৈধ স্থাপনা নির্মাণ করে দীর্ঘদিন ধরে পরিচালিত হওয়া জুয়ার আসরে অভিযান চালিয়েছেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।

 

 

পূর্ববর্তি সংবাদইমরান খানের বাসভবনের পাশে পাওয়া গেল বিমান বিধ্বংসী অস্ত্র
পরবর্তি সংবাদসাদপন্থীদের রিটে হাইকোর্টের রায়, যা ভাবছে হাইয়া-বেফাক