অভিনন্দনের পর এবার আরও ৩৬০ ভারতীয় বন্দিকে মুক্তি দিবে পাকিস্তান

ইসলাম টাইমস ডেস্ক: চলতি মাসে ৩৬০ ভারতীয় বন্দিকে মুক্তি দিতে যাচ্ছে প্রতিবেশী পাকিস্তান। শুক্রবার দেশটির কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ ফয়সাল বলেন, শাস্তি ভোগ শেষ করা ৩৬০ ভারতীয় বন্দিকে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তাদের মধ্যে ৩৫৫ মৎস্যজীবী ও বাকি পাঁচজন বেসামরিক নাগরিক রয়েছেন।

আগামী ৮ এপ্রিল থেকে পাঁচ ধাপে এসব বন্দিকে মুক্তি দেয়া হবে বলে জানিয়েছেন ফয়সাল।

অপরাধ অনুসারে কারাদণ্ড ভোগ করার এসব বন্দিরা কারাগারে জীবন কাটাচ্ছেন। দুই দেশের মধ্যে সম্পর্ক উত্তেজনার মধ্যে থাকায় তাদের মুক্তি দেয়া হচ্ছিল না।

পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমরা আশা করি ভারতও এর প্রতিদান দেবে।

গত জানুয়ারিতে দুই দেশের বিনিময় করা তালিকা অনুসারে ভারতের কারাগারে ৩৪৭ পাকিস্তানি বন্দি রয়েছেন। তাদের মধ্যে ২৪৯ জনই বেসামরিক নাগরিক, বাকিরা মৎস্যজীবী।

পূর্ববর্তি সংবাদএবার চট্টগ্রামে সুপারমলে আগ্নিকাণ্ড
পরবর্তি সংবাদচট্টগ্রামে স্কুলছাত্রীকে গাড়ি চাপা, সহপাঠীদের সড়কে বিক্ষোভ