আফগানিস্তানে সেনাঘাঁটি অবরোধ তালেবানের, ৩২ সেনার মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক : আফগানিস্তানে তালেবানের আক্রমণে কমপক্ষে ৩২ সেনার মৃত্যু হয়েছে। সরকারি সেনাঘাঁটিতে তালেবানের হামলা ও তা দখল চেষ্টার সময় এই হতাহতের ঘটনা ঘটে। আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের বাগদিশ প্রদেশের অবস্থিত ঘাঁটিটি গত দুইদিন যাবত তালেবান অবরোধ করে রেখেছে।

দুই দিনের সংঘাতে ৩২ আফগান সেনার মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও অসংখ্য সেনা।

প্রাদেশিক কাউন্সিলার মুহাম্মদ নাসির নাজারি বলেন, সরকারি সেনারা তাকে বলেছেন, এই অভিযানে ২ হাজার তালেবান যোদ্ধা অংশগ্রহণ করে।

তিনি আরও জানান, এই সেনাঘাঁটিতে ছয়শো আফগান সেনা সদস্য অবস্থান করছে। তারা এখন অস্ত্র-গোলা-বারুদ, খাবার ও পানির সংকটে রয়েছে। অবরুদ্ধ সেনাদের সহযোগিতায় ন্যাটো ও আফগান সরকারি বাহিনী কেউ এখন পর্যন্ত এগিয়ে আসেনি।

উল্লেখ্য, আফগানিস্তানে তালেবানের সঙ্গে মার্কিন শান্তি আলোচনা ভেঙ্গে যাওয়ার তালেবান তৎপরতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

সূত্র : টিআরটি ওয়ার্ল্ড

পূর্ববর্তি সংবাদত্রিপোলি ও পার্শ্ববর্তী এলাকার বাংলাদেশিদের জন্য দূতাবাসের সতর্কবার্তা
পরবর্তি সংবাদকোমলমতি স্কুল শিক্ষার্থীদের সচিত্র-উন্মুক্ত যৌন শিক্ষার খবরে মাওলানা ইউসুফীর উদ্বেগ