রাশিয়ার কাছ থেকে অস্ত্র কেনা নিয়ে তুরস্ককে হুশিয়ারি যুক্তরাষ্ট্রের

ইসলাম টাইমস ডেস্ক: রাশিয়ার কাছ থেকে বিমান বিধ্বংসী মিসাইল এস-৪০০ প্রযুক্তি কেনায় তুরস্ককে সতর্ক করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, যে প্রযুক্তিকে মার্কিন জেট বিমানের জন্য হুমকি হিসাবে দেখছে দেশটি।

মি. পেন্স বলেছেন, তুরস্ককে বেছে নিতে হবে যে, তারা কি গুরুত্বপূর্ণ নেটো সদস্য হিসাবে থাকবে, নাকি এরকম দায়িত্বহীন সিদ্ধান্ত নিয়ে যৌথ নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলবে।

তুরস্ক জবাব দিয়েছে যে, ওই উন্নততর প্রযুক্তি কেনার ব্যাপারে এর মধ্যেই চুক্তি হয়ে গেছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র আর ইউরোপের সঙ্গে সম্পর্কে তিক্ততা তৈরি হওয়ার পর রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে আঙ্কারা।

২৯টি দেশ নিয়ে গঠিত নেটো জোটের মধ্যে তুরস্ক দ্বিতীয় সর্বোচ্চ সামরিক শক্তির অধিকারী, যে জোট গঠিত হয়েছিল সাবেক সোভিয়েত ইউনিয়নকে মোকাবিলা করার জন্য।

মাইক পেন্স জার্মানিরও সমালোচনা করেছেন যে, দেশটি তাদের প্রতিরক্ষায় পর্যাপ্ত অর্থ খরচ করছে না।

তবে এসব কথার ব্যাপারে কোন মন্তব্য করেনি মস্কো।

ইউক্রেনের ক্রাইমিয়া উপদ্বীপে রাশিয়ার দখল আর গুরুত্বপূর্ণ একটি মিসাইল চুক্তি থেকে রাশিয়ার সরে যাওয়ার পর থেকে রাশিয়া ও নেটোর মধ্যে সম্পর্কের অনেক অবনতি হয়েছে।

প্রসঙ্গত, সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা শত্রু পক্ষের ডুবোজাহাজকে আকাশ থেকে চিহ্নিত করতে এবং তাকে আকাশ থেকে ধ্বংস করতে সক্ষম ভারতের কাছে এমন ২৪টি এমএইচ-৬০ আর মডেলের অত্যাধুনিক হেলিকপ্টার  অ্যান্টি সাবমেরিন বিক্রি করতে গত মঙ্গলবার সম্মতি জানিয়েছে আমেরিকা।

সূত্র: বিবিসি

পূর্ববর্তি সংবাদমক্কায় হোটেলে অগ্নিকাণ্ড, ৭০০ ওমরাপালনকারী উদ্ধার
পরবর্তি সংবাদখিলগাঁও বাজার মালিক সমিতির বৈঠক আর হল না