গাড়ি চালকদের ডোপ টেস্ট বাধ্যতামূলক : মেয়র আতিক

ইসলাম টাইমস ডেস্ক: সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নানামুখী উদ্যোগ হাতে নিয়েছে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেছেন, ডোপ টেস্ট (মাদক পরীক্ষা) বাধ্যতামূলক করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। ডোপ টেস্ট ছাড়া কোনো চালক গাড়ি চালাতে পারবেন না।’

বৃহস্পতিবার দুপুরে ডিএনসিসির নগরভবনে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি।

এ সময় মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আমরা চালকদের ডোপ টেস্টের আওতায় নিয়ে আসছি। এজন্য কিছুদিন সময় দরকার। এটা করতে পারলে সড়কে শৃঙ্খলা অনেকটাই ফিরে আসবে। আমি দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের সঙ্গেও কথা বলব, বাস মালিক ও চালকদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’

বৈঠকে শিক্ষার্থীদের পক্ষ থেকে কয়েকটি দাবি তুলে ধরা হয়। এর মধ্যে অন্যতম ছিল, বিআরটিএকে দালালমুক্ত করা, চুক্তিভিত্তিক গাড়ি চালানোর পরিবর্তে চালকদের বেতন কাঠামোর আওতায় আনা, বাস স্টপেজ, রোড সাইন সচল করা, গণপরিবহনের সংখ্যা বাড়ানো, ছাত্রছাত্রীদের অর্ধেক ভাড়া নিশ্চিত করা, হালকা যানবাহনের লাইসেন্স নিয়ে ভারি যানবাহন চালানো বন্ধ এবং ফুটওভার ব্রিজ না করে জেব্রা ক্রসিং ব্যবহারে জোর দেয়া।

শিক্ষার্থীদের আশ্বস্ত করতে মেয়র বলেন, ‘সড়কে শৃঙ্খলা ফেরাতে আমরা অনেকগুলো কাজ শুরু করেছি।  জেব্রা ক্রসিং ও পুশ বাটন ট্রাফিক সিগনাল ব্যবস্থা চালু করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শুধু জেব্রা ক্রসিং নয়; এর সঙ্গে ফ্লাশ লাইট সিস্টেম চালু হবে। এ ছাড়া প্রগতি সরণিকে মডেল সড়কে রূপান্তর করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

বৈঠকে আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই প্রধান, প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল যুবায়ের সালেহীন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক বিভাগ) মীর রেজাউল আলম, বিআরটিএ পরিচালক (রোড সেফটি) শেখ মোহাম্মদ মাহবুব-ই-রব্বানী প্রমুখ।

পূর্ববর্তি সংবাদসামাজিক কোনো অবক্ষয়ের দায় সরকার এড়াতে পারে না : মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী
পরবর্তি সংবাদবিএনপি টিভি, রেডিও, সংবাদপত্রে যে প্রচার পায়, ক্ষমতায় থেকেও আওয়ামী লীগ তা পায় না : তথ্যমন্ত্রী