জামিয়া নূরিয়ায় ‘হেযবুত তাওহীদ’ বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত

ইসলাম টাইমস ডেস্ক : সরকারের কালো তালিকাভূক্ত সংগঠন ‘হেযবুত তাওহীদ’-এর ব্যাপারে গণসচেতনা তৈরি এবং তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন উলামায়ে কেরাম।

আজ জামিয়া নূরিয়া কামরাঙ্গীর চরে অনুষ্ঠিত হেযবুত তাওহীদ বিষয়ক পরামর্শ সভায় এই দাবি জানান তারা।

জামিয়া নূরিয়ার প্রিন্সিপাল মাওলানা আতাউল্লাহ বিন হাফেজ্জি সভার সভাপতিত্বে এবং মাওলানা আকরাম হুসাইনের সঞ্চালনায় পরামর্শ সভায় অংশ নেন ঢাকার বিভিন্ন মাদরাসা ও দ্বীনি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

উপস্থিত উলামায়ে কেরামগণ ‘হেযবুত তাওহীদ’-এর অপতৎরতা রোধে জাতিকে সতর্ক করতে কতিপয় পরামর্শ প্রদান ও তা বাস্তবায়ন করার নীতিগত সিদ্ধান্ত নেন। তাহলো, ১. আগামী ৯ই এপ্রিল ২০১৯ তারিখ সকাল ১০টায় ঢাকা প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সেমিনার করা।

২. ইসলাম ও দেশ বিরোধী হেযবুত তওহীদের ঘৃণ্য কর্মকাণ্ডের বিবরণীমূলক গবেষণা প্রবন্ধ ও লিফলেট প্রকাশ।

৩. সরকারের কালো তালিকাভূক্ত সংগঠন হেযবুত তাওহীদের ইসলাম ও রাষ্ট্রীয় সংবিধান বিরোধী কর্মকান্ডের ভিডিও ডকুমেন্টারি প্রকাশ।

পূর্ববর্তি সংবাদবেসরকারি হেলিকপ্টারে পাচার হচ্ছে ইয়াবা : স্বরাষ্ট্র মন্ত্রণালয়
পরবর্তি সংবাদলিগ্যাল ড্রাফটিংয়ের প্রশিক্ষণে কিছুদিনের মধ্যেই ভারতে কর্মকর্তা পাঠাব: আইনমন্ত্রী