ভূমি দিবসে ইসরাইলি তাণ্ডব, ৪ ফিলিস্তিনি শহিদ

ইসলাম টাইমস ডেস্ক : দখলদারিত্বের বিরুদ্ধে আয়োজিত এক প্রতিবাদ সভায় ইসরাইলি হামলায় চার ফিলিস্তিনি শহিদ হয়েছেন এবং আহত হয়েছেন শতাধিক। ৩০ মার্চ শনিবার ‘ভূমি দিবস’ উপলক্ষ্যে এই বিশেষ প্রতিবাদ সমাবেশের আহবান জানানো হয়।

১৯৬৭ সাল থেকে ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ এই দিবস পালন করে আসছে ফিলিস্তিনি আরব মুসলিমরা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আহত ও নিহতের এই তথ্য জানিয়েছে।

ভূমি দিবস উপলক্ষ্যে আয়োজিত এই সমাবেশে গাজা উপত্যকার এক লাখ ফিলিস্তিনি যোগ দেন।

গত বছর এই দিনে প্রতিবাদ কর্মসূচি ‘গ্রেট মার্চ অব রিটার্ন’ শুরু করে ফিলিস্তিনিরা। বছরব্যাপী এই আন্দোলনে এই পর্যন্ত ২৬৭ জন ফিলিস্তিনি শহিদ হয়েছেন। আহত হয়েছেন ৩০ হাজারের বেশি। নিহতদের মধ্যে ৫২ জন শিশুও রয়েছে।

পূর্ববর্তি সংবাদআবারও ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত
পরবর্তি সংবাদসৎ মা ও সৎ ভাইয়ের হাতে নির্যাতিত মা-হারা এক কিশোরী