হাটহাজারী মাদরাসার খতমে বোখারী মাহফিল সম্পন্ন

ইবরাহিম ফুআদ ।। হাটহাজারী থেকে

বাংলাদেশের সর্ববৃহৎ ও প্রাচীনতম দ্বীনি বিদ্যাপীঠ দারুল উলূম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার ২০১৮-১৯ খৃষ্টাব্দের দাওরায়ে হাদীস সমাপনী বর্ষের ছাত্রদের ‘খতমে দরসে বোখারী’ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ ২৯শে মার্চ (শুক্রবার) বাদ জুমআ জামিআর দাওরায়ে হাদিস মিলনায়তে সিনিয়র মুহাদ্দিস শেখ আহমদ এর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের মূলপর্ব শুরু হয়।

উদ্বোধনী বক্তব্যে আল্লামা শেখ আহমদ বলেন, আমিত্বকে বিসর্জন দিতে হবে, তবেই প্রকৃত ইলমের কিঞ্চিত ছোঁয়া পাওয়া যাবে।

অনুষ্ঠানে জামিআর সহযোগী পরিচালক ও হেফাজত মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী বলেন, ইলমে হাদিসের সহযোগিতা ছাড়া কুরআন বুঝা অসম্ভব তাই যুগে যুগে হাদিস সংরক্ষণের ব্যাপারে মুহাদ্দীসিনে কেরাম সচেতন ছিলেন এবং খুব দক্ষতার সঙ্গে হাদীস সংরক্ষণ করেছেন।

দরস শেষে বনানীর অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার মাগফিরাত ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দুআ করেন, হেফাজত আমির আল্লাহ শাহ আহমদ শফী।

পূর্ববর্তি সংবাদজবাবদিহিতা না থাকায় এসব ঘটনা ঘটছে: মির্জা ফখরুল
পরবর্তি সংবাদবনানীর এমন ভয়াবহ দুর্ঘটনার দায় সরকার এড়াতে পারে না : জমিয়ত