মসজিদে হামলা : দ্বিতীয় সপ্তাহেও নিউজিল্যান্ডবাসীর শ্রদ্ধাভরে স্মরণ

ইসলাম টাইমস ডেস্ক : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার দ্বিতীয় সপ্তাহেও শ্রদ্ধাভরে স্মরণ করা হলো হামলায় নিহতদের।

নিহতদের স্মরণে ক্রাইস্টচার্চের হাগলি পার্কে আয়োজিত এক সভায় প্রায় ২৫ হাজার সাধারণ নাগরিক অংশগ্রহণ করেন।

Image result for New Zealand remembers Christchurch terror victims

স্মরণসভায় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন, গভর্নর জেনারেল পাস্তি রেড্ডি, অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্টক মরিসন, ব্রিটিশ শিল্পী ও সুরকার ইউসুফ ইসলাম, সঙ্গীত শিল্পী মার্লোন ইউলিয়ামস, হলি স্মিথ ও টিকস অংশগ্রহণ করেন।

প্রধানমন্ত্রী জেসিন্ডা বলেন, বিশ্বব্যাপী আজ চরমপন্থার বিরুদ্ধে আওয়াজ উঠেছে। চরমপন্থা অবশ্যই শেষ হবে। এখন আমরা অশ্রুসজল হয়ে আমাদের জাতিকে স্মরণ করছি এবং নতুন সমাধানের পথ খুঁজছি।

সূত্র : আনাদুলু  এজেন্সি

পূর্ববর্তি সংবাদইসরাইলের সঙ্গে সম্পর্ক না রাখার সিদ্ধান্ত ছিলো চরম ভুল : আরব আমিরাত
পরবর্তি সংবাদট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত