ইসরাইলের সঙ্গে সম্পর্ক না রাখার সিদ্ধান্ত ছিলো চরম ভুল : আরব আমিরাত

ইসলাম টাইমস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রী আনওয়ার গরগস বলেছেন, ফিলিস্তিন সংকট সমাধানের জন্য আরব দেশগুলোর উচিৎ ইসরাইলের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করা।

গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।

কতিপয় আরব রাষ্ট্রের ইসরাইলের সঙ্গে কোনো ধরনের আলোচনায় না যাওয়ার সিদ্ধান্ত কয়েক যুগ ধরে ফিলিস্তিন সংকটকে আরও জটিল করে তুলছে বলেও মন্তব্য করেন তিনি।

আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রী আরও বলেন, বহু বছর আগে যখন আরবা সিদ্ধান্ত নেয় ইসরাইলের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ থাকবে না –তা ছিলো চরম ভুল সিদ্ধান্ত।

তিনি আরব রাষ্ট্রগুলোর প্রতি ইসরাইলের সঙ্গে একটি অর্থবহ যোগাযোগ প্রতিষ্ঠার আহবান জানিয়েছেন। তার ভাষায়, অর্থবহ যোগাযোগ শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হবে।

একই সঙ্গে তিনি দ্বি-রাষ্ট্রিক সমাধানের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘এটি দীর্ঘস্থায়ী হবে না। কারণ, উদ্বাস্তু শিবিরের মতো একটি রাষ্ট্র বাস্তবে টিকে থাকার মতো নয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোলান মালভূমির উপর ইসরাইলের সার্বভৌমত্বের স্বীকৃতি দেওয়ার এক সপ্তাহ না যেতেই আরব আমিরাতের পররাষ্ট্র মন্তী এই মন্তব্য করলো।

সূত্র : মিডলইস্ট মনিটর

পূর্ববর্তি সংবাদবাংলাদেশ-ভারত রুটে সশস্ত্র নিরাপত্তারক্ষী নিয়োগ দেবে এয়ার ইন্ডিয়া!
পরবর্তি সংবাদমসজিদে হামলা : দ্বিতীয় সপ্তাহেও নিউজিল্যান্ডবাসীর শ্রদ্ধাভরে স্মরণ