ফের গাজায় বিমান হামলা চালাচ্ছে ইসরাইল

ইসলাম টাইমস ডেস্ক: ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েল।

মঙ্গলবার রাত থেকে এ হামলা চালাচ্ছে ইসরাইল। খবর আনাদলুর।

বুধবার সকালে রাফাতে ইসরাইলি সেনাবাহিনী নতুন করে বিমান হামলা শুরুর পর দক্ষিণাঞ্চলীয় ইসরাইলি শহর আশকেলনে রকেট হামলার আগাম সতর্ক সংকেত বাজানো হয়। সেখানে গাজা উপত্যকা থেকে ছোড়া একটি রকেটকে প্রতিহত করার দাবি করেছে ইসরাইল।

ইসরাইলের সেনাবাহিনীর দাবি, তারা রাফাত এলাকায় হামাসের সামরিক কম্পাউন্ডের ভেতরে কয়েকটি আস্তানায় বিমান হামলা চালিয়েছে।

সোমবার সকালে গাজা উপত্যকা থেকে তেল আবিব রকেট হামলা করলে এর জবাবে সন্ধ্যা থেকে দখলদার ইসরাইল বাহিনী প্রচণ্ড হামলা শুরু করে। মিশরের মধ্যস্থতায় সোমবার রাতে যুদ্ধবিরতিতে সম্মত হলেও মঙ্গলবার সকালে ফের হামলা শুরু করে ইসরাইল।

সোমবার সন্ধ্যা থেকে দখলদার ইসরাইল বাহিনী গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক আক্রমণ করেছে। একাধিক অংশ লক্ষ্য করে চালানো এসব হামলায় অনেক বেসামরিক মানুষ আহত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বসতবাড়ি।

হামলা বন্ধের ব্যাপারে তেল আবিব এখনও কিছু জানায়নি। তবে নাম প্রকাশ না করে ইসরাইলে এক কর্মকর্তা হিব্রু ওয়েবসাইট ইয়াডিউত আহরোনোতকে জানান, হামাসের আচরণের ওপরই সবকিছু নির্ভরশীল করছে।

পূর্ববর্তি সংবাদদেশপ্রেম ও শ্রদ্ধা প্রকাশে মসজিদে জাতীয় সঙ্গীত গাওয়া কি জরুরি? (ভিডিও)
পরবর্তি সংবাদপুলওয়ামার ঘটনাকে ব্যবহার করে মোদি যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিলেন : ইমরান খান