পকেটে অপো স্মার্টফোনের বিস্ফোরণে আহত তরুণ

ইসলাম টাইমস ডেস্ক: অপোর নতুন স্মার্টফোন পকেটে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ২৮ বছর বয়সী তরুণ। হঠাৎ বিস্ফোরণ! এরপরই সোজা হাসপাতালে।

মঙ্গলবারের এ ঘটনাটি ভারতের হায়দরাবাদের বল্লারাম পুলিশ স্টেশনের কাছের। জানিয়েছে, ভারতীয় বার্তা সংস্থা এএনআইএ।

হায়দারাবাদের বল্লারাম পুলিশ স্টেশনের সার্কেল ইন্সপেক্টর রমেশ রেড্ডি জানান, ওই তরুণের নাম ইমরান। পুলিশ স্টেশনের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি। এ সময় তার পকেটে থাকা স্মার্টফোনটি বিস্ফোরণ হয়।

জানা গেছে, ইমরানের পকেটে ছিলো অপো এ৫ মডেলের সেট। ফোন বিস্ফোরণের পর তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। পায়ের কাছে পুড়ে গেছে। মাথা ও থুতনিতেও গুরুতর আঘাত পেয়েছেন তিনি।

তবে ইমরান এখন আশঙ্কামুক্ত। তাকে ভারতের ভোক্তা অধিকার আদালতে অভিযোগ জানাতে পরামর্শ দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরম হওয়ার কারণেই স্মার্টফোনটি বিস্ফোরিত হয়েছে।

পূর্ববর্তি সংবাদইসরাইলি হামলায় গাজার ৫শ বাড়ি ক্ষতিগ্রস্ত
পরবর্তি সংবাদসিঙ্গাপুরে বিলাসবহুল হোটেলে অগ্নিকাণ্ড