ইসরাইলের হামলায় আহতদের উদ্ধার করায় ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা

সংঘর্ষে আহতদের উদ্ধার করায় ফিলিস্তিনি কিশোরকে হত্যা। ছবি: এএফপি

ইসলাম টাইমস ডেস্ক:  হামাসের রকেট হামলাকে কেন্দ্র করে ফিলিস্তিনিদের শরণার্থী শিবিরে দখলদার ইসরাইলি বাহিনী হামলা করে। এতে ইসরাইলি দখলদার বাহিনী ও ফিলিস্তিনিদের সংঘর্ষ বাধে। ফলে অনেকেই আহত হন। এ সময় আহতদের উদ্ধার করতে গেলে এক স্বেচ্ছাসেবী ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করে ইসরাইলি বাহিনী। পরে তার লাশ নিয়ে মিছিলে নেমেছেন ফিলিস্তিনিরা। খবর এএফপির।

বুধবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে জানায়, নিহত কিশোর চিকিৎসাবিষয়ক স্বেচ্ছাসেবকের কাজে নিয়োজিত ছিল।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, ওই কিশোরের নাম সাজিদ মুজহার (১৭)। সে বেলেথহেমের দক্ষিণে পশ্চিম তীরের দায়েশ শরণার্থী ক্যাম্পে সংঘর্ষে নিহত হয়। সে সংঘর্ষে আহতদের উদ্ধার করে স্বাস্থ্যসেবায় সহযোগিতা করার সময় ইসরাইলি বাহিনী তাকে গুলি করে।

এ ঘটনায় ইসরাইলি বাহিনী তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী জায়েদ আওয়াদ বলেন, পেটে গুলি করে স্বেচ্ছাসেবী কিশোরকে হত্যা এটি যুদ্ধাপরাধ। ইসরাইলি বাহিনী শরণার্থী ক্যাম্পে ঢুকে অভিযান চালিয়ে অনেককে গ্রেফতার করে। এতে সংঘর্ষে সেখানে থাকা অনেকেই আহত হয়।

পূর্ববর্তি সংবাদশেরপুরে ট্রাকের চাপায় ঘুমন্ত হেলপারের মৃত্যু
পরবর্তি সংবাদআক্রমণকারী ইসরাইলি সামরিক গাড়িতে আগুন দিয়েছে ফিলিস্তিনিরা