ইসরাইলি হামলায় গাজার ৫শ বাড়ি ক্ষতিগ্রস্ত

ইসলাম টাইমস ডেস্ক : ইসরাইলি বাহিনীর সাম্প্রতিক বিমান হামলায় গাজা উপত্যকার পাঁচ শতাধিক বসতবাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের জনশক্তি মন্ত্রী মুফিদ আল হুসাইনি।

গতকাল মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ইসরাইলি বাহিনীর আক্রমণে ৩০টি বসত বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং পাঁচ শতাধিক বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

মুফিদ আল হুসাইনি বলেন, আমরা ধ্বংসাবশেষ সরানো এবং ক্ষতিগ্রস্ত নাগরিকদের ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করছি।

উত্তর তেলাবিবে রকেট হামলার অভিযোগে গত সোমবার রাতে ইসরাইল গাজায় উপর্যুপরি বিমান হামলা চালায়। এতে এই ক্ষয়-ক্ষতি হয় গাজা উপত্যকায়।

অবশ্য হামাস বলছে, মিসরের মধ্যস্থতায় একটি যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে ইসরাইল।

সূত্র : আনাদুলু এজেন্সি

পূর্ববর্তি সংবাদতারেককে ফেরানোর প্রক্রিয়া দীর্ঘমেয়াদি হতে পারে : ব্রিটিশ হাইকমিশনার
পরবর্তি সংবাদপকেটে অপো স্মার্টফোনের বিস্ফোরণে আহত তরুণ