বিখ্যাত আয়া সোফিয়াকে আবারও মসজিদ করার প্রস্তাব এরদোগানের

ইসলাম টাইমস ডেস্ক: তুরস্কের ইস্তানবুলে অবস্থিত বিখ্যাত আয়া সোফিয়াকে আবারো মসজিদে রূপান্তরিত করার প্রস্তাব দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

রোববার টেলিভিশনে দেওয়া সাক্ষাতকারে তিনি এ প্রস্তাব দেন তিনি। খবর রয়টার্সের

উসমানী খেলাফতের পতনের আগ পর্যন্ত এটি ছিল বিশ্বের অন্যতম সেরা মসজিদ। ১৪৫৩ সালে উসমানীয় খলীফা দ্বিতীয় মুহাম্মাদ কনস্টান্টিনোপেল জয় করার পর এটিকে মসজিদে রূপান্তর করেন।

কিন্তু ইহুদিবাদী নেতা ইসলাম বিদ্বেষী কামাল আতার্তুক ক্ষমতা দখলের পর ১৯৩৫ সালে ধর্মনিরপেক্ষতাবাদের নামে মসজিদটিকে জাদুঘর বানিয়ে ফেলে।

বর্তমান এরদোগান সরকারের আমলে সেটিকে ফের মসজিদের রূপে ফিরিয়ে আনা নিয়ে আলোচনা চলছে। এরদোগান অনেক আগেই এটিকে ধীরে ধীরে মসজিদে রূপান্তর করার কাজে হাত দিয়েছিলেন। গত ৮৫ বছরের মধ্যে ২০১৫ সালেই প্রথমবারের মতো একজন আলেম আয়া সোফিয়াতে কোরআন পাঠ করেন। এর পর থেকে তুরস্কের ধর্মীয় কর্তৃপক্ষ প্রতি বছর রমজানে সেখানে কোরআন পাঠ ও দোয়া মাহফিলের আয়োজন করেন।

গত কয়েক বছর ধরে তুর্কি মুসলমানরা সেখানে নামাজ আদায় করছেন। তারা জাদুঘরটিকে মসজিদে রূপান্তরিত করার দাবি জানিয়ে আসছেন।

পূর্ববর্তি সংবাদখতমে বুখারির প্রথা বিদয়াতের পর্যায়ে চলে যাচ্ছে: দেওবন্দের মুহতামিম
পরবর্তি সংবাদইসলাম বিদ্বেষ মুসলমান নয়, ইউরোপের জন্যই হুমকি : ইউরোপীয় ইউনিয়ন