ইসলাম বিদ্বেষ মুসলমান নয়, ইউরোপের জন্যই হুমকি : ইউরোপীয় ইউনিয়ন

ইসলাম টাইমস ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক নীতি বিষয়ক প্রধান ফেদরিকা মঘেরিনি বলেছেন, ইসলাম বিদ্বেষ ইউরোপীয় সমাজের জন্য হুমকি।

আজ মঙ্গলবার ইসলামাবাদ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশির সঙ্গে সাক্ষাৎ শেষে যৌথ ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি।

মঘেরিনি বলেন, ক্রমবর্ধমান ইসলাম বিদ্বেষ শুধু মুসলিমদের জন্য নয়; বরং তা পুরো ইউরোপীয় সমাজের জন্য হুমকি। ইউরোপীয় সমাজের বৈচিত্রের জন্য হুমকি।

মঘেরিনি বর্তমানে পাকিস্তান সফরে রয়েছেন। পাকিস্তান ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাণিজ্যিক ও সামাজিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনার জন্য তিনি পাকিস্তানে এসেছেন।

তিনি বলেন, বৈচিত্রময় ইউরোপীয় সমাজের জন্য হুমকি হয়ে ওঠা ইসলাম বিদ্বেষ যেন ইউরোপে স্থান করে নিতে না পারে সে লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপীয় প্রতিষ্ঠানসমূহ এবং ইউরোপের সাধারণ নাগরিক সবার চেষ্টা করা উচিৎ।

সূত্র : আনাদুলু এজেন্সি

পূর্ববর্তি সংবাদবিখ্যাত আয়া সোফিয়াকে আবারও মসজিদ করার প্রস্তাব এরদোগানের
পরবর্তি সংবাদক্রসফায়ারের ভয় দেখিয়ে টাকা আদায় : ওসিসহ ৯ জনের বিরুদ্ধে মামলা