সীমান্তে আরও এক ভারতীয় সেনা নিহত

ফাইল ছবি

ইসলাম টাইমস ডেস্ক: সীমান্তরেখায় গোলাগুলিতে পাকিস্তানি বাহিনীর গুলিতে এক ভারতীয় সেনা নিহত হয়েছে। কাশ্মীরের পুঞ্চ সেক্টরে রাতভর দু’পক্ষের গোলাবর্ষণে এ হতাহতের ঘটনা ঘটে।

শনিবার রাতে শুরু হওয়া এ গোলাগুলি রোববার সকাল পর্যন্ত অব্যাহত থাকে। খবর এনডিটিভির।

ভারতীয় সেনাবাহিনী জানায়, গুলিবিদ্ধ ওই সেনাকে শনিবার রাতেই সামরিক হাসপাতালে ভর্তি করা হলে রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। হারি ওয়াকার নামের ভারতীয় ওই সেনা রাজস্থানের বাসিন্দা ছিলেন।

প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় হামলায় ভারতীয় আধাসামরিক বাহিনীর অন্তত ৪৯ জন সদস্য নিহত হন। এ হামলার জেরে ২৬ ফেব্রুয়ারি কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালায় ভারতীয় বাহিনী।

এরপর পাকিস্তান সীমান্তে ভারতীয় দুই যুদ্ধবিমানকে ভূপাতিত করেন পাকিস্তানি সেনারা। এ সময় ভারতীয় এক পাইলটকে আটক করে পাকিস্তান। পরে শান্তির শুভেচ্ছাদূত হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বন্দি পাইলটকে ভারতের কাছে হস্তান্তর করে। এরপর থেকে দু’দেশের মধ্যে উত্তেজনা চলছে।

পূর্ববর্তি সংবাদআফ্রিকায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩২
পরবর্তি সংবাদভুয়া এনজিও খুলে প্রতারণার ঘটনায় আটক ৩