বাসচাপায় শিক্ষার্থী হত্যার ঘটনায় সিলেটের ছাত্রসমাজ রাস্তায়

ইসলাম টাইমস ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ঘোরি মো. ওয়াসিম আফনানকে বাসচাপা দিয়ে হত্যার প্রতিবাদে স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছে সিলেটের চৌহাট্টাস্থ পয়েন্ট। ফুঁসে উঠেছে ছাত্র সমাজ। নগর জুড়ে চলছে প্রতিবাদ।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ঘোরি মো. ওয়াসিম আফনানকে বাসচাপা দিয়ে হত্যার প্রতিবাদে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্ররা চৌহাট্টা সড়ক অবরোধ করে রেখেছে।

রবিবার সকাল ১১টার দিকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে ওয়াসিমের সহপাঠীরা। দুপুর ১২টার দিকে তারা নগরীর চৌহাট্টায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখেন। শিক্ষার্থীদের অবরোধে চৌহাট্টার শত শত যানবাহন আটকা পড়েছে।

এ সময় শিক্ষার্থীরা ওয়াসিমের হত্যার প্রতিবাদে বাস চালক ও হেলপারকে দ্রুত বিচারসহ ঘাতক ‘উদার’ পরিবহন বাসের রুট পারমিট বাতিল, লাইসেন্স বাতিলসহ, নিরাপদ সড়কের দাবিতে ফিটনেসবিহীন যানবাহন রাস্তায় চলতে পারবে না বলে হুঁশিয়ারী দেন।

উল্লেখ্য, শনিবার সন্ধ্যার দিকে সিকৃবি শিক্ষার্থী ওয়াসিম আফনানকে ‘উদার’ পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো-ভ-১৪-১২৮০) চাপা দিলে ঘটনাস্থলে তিনি মৃত্যুবরণ করেন।

পূর্ববর্তি সংবাদআইনি প্রক্রিয়ায় খালেদা জিয়ার মুক্তি সম্ভব : আইনমন্ত্রী
পরবর্তি সংবাদরাতে সিল মেরে বাক্স ভরার অভিযোগ, কাটিয়াদীর সবকেন্দ্রে ভোট স্থগিত