করাচিতে আল্লামা তাকি উসমানির গাড়িতে গুলিবর্ষণ

আবরার আবদুল্লাহ ।।

উপমহাদেশের বিখ্যাত আলেমে দ্বীন শায়খুল ইসলাম আল্লামা তাকি উসমানির গাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। করাচির গুলশানে ইকবাল এলাকায় গুলিবর্ষণের এই ঘটনা ঘটে।

আজ শুক্রবার করাচিতে পৃথক দুটি গুলিবর্ষণের ঘটনায় ২ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।

গুলিবর্ষণের ঘটনায় মুফতি তাকি উসমানির নিরাপত্তায় থাকা পুলিশ সদস্য নিহত হয়েছেন এবং তার ড্রাইভার আহত হয়েছেন বলে জানা গেছে। দুটি মোটর সাইকেলের চারজন আরোহী মুফতি তাকি উসমানির গাড়ির পেছন দিক থেকে গুলিবর্ষণ করতে করতে এগিয়ে যায়।

এই সময় গাড়িতে মাওলানা তাকি উসমানি, তার স্ত্রী ও চার নাতি গাড়িতে ছিলেন।

করাচির পুলিশ প্রধান ড. আমির আহমদ শেখ গুলিবর্ষণের এই ঘটনার সত্যতা স্বীকার করেন।

দারুল উলুম করাচির সূত্রে পাকিস্তানের ডেইলি ডন বলছে, গুলিবর্ষণের ঘটনায় মাওলানা তাকি উসমানি আহত হয়েছেন। তবে তার অবস্থা আশঙ্কাজনক নয়।

মুফতি উসমানির ছেলে ইমরান তাকি উসমানি গণমাধ্যমকে বলেছেন, শায়খুল ইসলাম তাকি উসমানি ভালো আছেন।

গুলিবর্ষণের অপর ঘটনায় দারুল উলুম কোরাঙ্গির ইফতা বিভাগের প্রধান মুফতি সাহাবুল্লাহ শহিদ হয়েছেন বলে জানা গেছে।

পূর্ববর্তি সংবাদআলোচনার ফাঁদে ফেলে তালেবান নেতাদের হত্যার পরিকল্পনা!
পরবর্তি সংবাদমুফতি তাকি উসমানি বেঁচে গেলেও শহিদ হলেন মুফতি সাহাবুল্লাহ