নিউজিল্যান্ডে খ্রিস্টান জঙ্গির হামলার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ

ইসলাম টাইমস ডেস্ক : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে দুই বাংলাদেশিসহ ৪৯ জনকে মুসুল্লিকে খ্রিস্টান জঙ্গি গুলি করে শহিদ করার প্রতিবাদ ও হত্যাকারীর ফাঁসির দাবিতে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মুসল্লিরা।

শনিবার দুপুরে শহরের সরুই মাদরাসার শিক্ষকদের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলাকারীর ফাঁসি দিতে হবে। জাতিসংঘে এ হামলার নিন্দা প্রস্তাব তুলতে হবে। বাংলাদেশের পক্ষ থেকে বহির্বিশ্বে এ হামলার জন্য নিন্দা প্রস্তাব ও বিচারের দাবি জানানোর জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান বক্তারা।

মিছিলে স্থানীয় রাজনীতিবিদ আব্দুল বাকি তালুকদার, আব্দুল কাদের সরদার, সরুই মাদরাসার শিক্ষক মাওলানা ইব্রাহীম খলিল, মাওলানা আবুল বাশারসহ আরও শত শত মুসল্লি অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তব্য রাখেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক), বাগেরহাটের সভাপতি মাওলানা আমিরুল ইসলাম সিদ্দিকীসহ প্রমুখ।

পূর্ববর্তি সংবাদক্রাইস্টচার্চ ট্রাজেডি : ইমামের মুখে হামলার বিবরণ
পরবর্তি সংবাদমুসলিমবিদ্বেষী ব্রিটিশ লেখক মিলো অস্ট্রেলিয়ায় নিষিদ্ধ