ক্রাইস্টচার্চ ট্রাজেডি : এখনও শহিদদের লাশ দেখতে পারেননি স্বজনরা

ইসলাম টাইমস ডেস্ক : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ-এর দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় শহিদ মুসলিমদের পরিবার ও স্বজনরা এখনও তাদের লাশ দেখতে পারেননি। এমনকি নিহত, আহত ও নিখোঁজদের আনুষ্ঠানিক কোনো তালিকা প্রকাশ করেনি দেশটির সরকার।

ক্রাইস্টচার্চের সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশি প্রফেসর ড. আবদুস সামাদের পরিবারিক একটি সূত্র ইসলাম টাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তারা বলছেন, ড. আবদুস সামাদের নিহত হওয়ার বিষয়টি তারা নানাভাবে নিশ্চিত হলেও নিউজিল্যান্ড সরকারের পক্ষ থেকে এখনও তাদেরকে নিশ্চিত করা হয়নি। এমনকি লাশগ্রহণের জন্য ফোনও করা হয়নি।

এখনও তারা নিহত আবদুস সামাদের লাশ দেখতে পারেননি।

তবে নিউজিল্যান্ড সরকারের  পক্ষ থেকে বলা হয়েছে, আজ আহত, নিহত ও নিখোঁজদের তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

ধারণা করা হচ্ছে, তালিকা প্রকাশের পর নিহতদের লাশও বুঝিয়ে দেওয়া হবে।

পূর্ববর্তি সংবাদনিউজিল্যান্ডে ২ বাংলাদেশি নিহত ও আহত ৫ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পরবর্তি সংবাদভিপি নুরসহ ডাকসু নেতারা গণভবনে