নিউজিল্যান্ডে দ্রুততম হারে বাড়ছে মুসলিমদের সংখ্যা 

সাদ আবদুল্লাহ মামুন ।।

শুক্রবার নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডে দু’টি মসজিদে জুমার নামাজের সময় খ্রিস্টান জঙ্গির  হামলায় ৪৯ জন মুসুল্লি শহিদ হওয়ার ঘটনাটি নাড়া দিয়েছে বিশ্ববাসীকে।

বিশ্বের অনেক দেশের মতো নিউজিল্যান্ডে বর্ণবাদের সমস্যা তেমন ছিল না। শান্তিপূর্ণভাবেই বিভিন্ন জাতি দেশটিতে বসবাস করত। নিউজিল্যান্ডে মুসলমানরা শান্তিপূর্ণ ও সহানুভূতিশীল হিসেবেই পরিচিত। ক্রাইস্টচার্চে দুটি মসজিদে ভয়াবহ হামলার পর দেশটির এখন মুসলমানদের মাঝে বিরাজ করছে ক্ষোভ ও আতঙ্ক।

নিউজিল্যান্ডের দ্রুততম ক্রমবর্ধমান ধর্মীয় গোষ্ঠীগুলির মধ্যে ইসলাম অন্যতম। ১৯৯১-২০০৬ এর মধ্যে মুসলিম জনসংখ্যা ছয়গুণ বৃদ্ধি পেয়েছে। দেশটির মোট জনসংখ্যার ১.১% নাগরিক মুসলিম। নিউজিল্যান্ডে মোট জনসংখ্যা বর্তমানে ৪.৩ মিলিয়ন।

২০১৩ সালের আদমশুমারি অনুযায়ী নিউজিল্যান্ডে মুসলমানদের সংখ্যা ৪৬১৪৯, যা ২০০৬ সালের আদমশুমারি থেকে ২৮% বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন : ক্রাইস্টচার্চের এই জঙ্গিবাদ নিয়ে ট্রাম্পগোষ্ঠী কথা বলছে না কেন?

পূর্ববর্তি সংবাদনিউজিল্যান্ডে মুসলমানদের ওপর বর্বরতম হামলার নিন্দা জানাই : আল্লামা জুনায়েদ বাবুনগরী 
পরবর্তি সংবাদহত্যাকারীর রাইফেলে লেখা আছে নব্য ক্রুসেডের মানচিত্র