তুরস্কে ইউরোপের সর্ববৃহৎ হাসপাতাল উদ্বোধন, যা আছে তাতে

ইসলাম টাইমস ডেস্ক : নিজ দেশে ইউরোপের সর্ববৃহৎ হাসপাতাল উদ্বোধন করলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। আজ বৃহস্পতিবার তুরস্কের রাজধানী আঙ্কারায় স্থাপিত বিলকেন্ট সিটি হাসতাপালটি উদ্বোধন করেন তিনি।

ইউরোপের সর্ববৃহৎ এই হাসপাতালে প্রতিদিন ৩০ হাজার রোগী সেবাগ্রহণ করতে পারবে। এতে রয়েছে ৩৬৩৩টি আবাসিক বেড, ১১ অপারেশন থিয়েটার ও ৯০৪টি ডক্টর’স চেম্বার। অপরাশেন করানো যাবে ৬০০ রোগীর।

হাসপাতালের ডাক্তার, নার্স, সেবিকা ও কর্মকর্তা ও কর্মাচারীর সংখ্যা ১২ হাজার। কর্মরত সবার জন্য রয়েছে আবাসনের ব্যবস্থা।

হাসপাতালে রোগীর জরুরি অবতরণের জন্য তৈরি করা হয়েছে ২টি হেলিপ্যাড।

এছাড়াও বিলকেন্ট হাসপাতালে স্থাপিত হয়েছে ৬৭৪ শয্যা বিশিষ্ট বৃহৎ ইনটেনসিভকেয়ার ইউনিট।

তুরস্কে প্রেসিডেন্ট এরদোয়ান ক্ষমতা গ্রহণের পর স্বাস্থ্যখাতের উন্নয়নে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়। এর অধীনে এই পর্যন্ত প্রায় পাঁচশো হাসপাতাল স্থাপন ও আধুনিকায়ন করা হয়েছে।

তুরস্কের প্রধান প্রধান শহরে আটটি বৃহৎ হাসপাতাল স্থাপন করা হয়েছে এবং বেশ কয়েকটি নির্মাণাধীন রয়েছে। এসব হাসপাতালের নির্মাণ শেষ হলে সেগুলোর সর্বমোট ধারণ ক্ষমতা হবে ৪৪ হাজার ৪০৯ শয্যা।

সূত্র : আনাদুলু এজেন্সি ও ডেইলি সাবাহ

পূর্ববর্তি সংবাদ১৬ মার্চ মার্কিন কারাগার থেকে দেশে ফিরছেন ড. আফিয়া সিদ্দিকি!
পরবর্তি সংবাদবিমানবন্দরে প্রবাসীদের হেনস্থা, বিমান প্রতিমন্ত্রীর ক্ষোভ