ভারতে মুসলিমদের অবস্থা ভাড়াটিয়ার মতো: আজম খান

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের মুসলিমদের সঙ্গে ভাড়াটিয়ার মতো আচরণ করা হয় বলে মন্তব্য করেছেন সমাজবাদী পার্টির নেতা আজম খান৷ রমজান মাসে ভোট হওয়া নিয়ে তাঁর প্রতিক্রিয়া চাওয়া হলে এই মন্তব্য করেন বিতর্কিত সপা নেতা৷

সংবাদসংস্থা এএনআইকে আজম খান বলেন, একটা সময় আরএসএস বলত তারা মুসলিমদের সেকেন্ড ক্লাস সিটিজেন বানিয়ে ছাড়বে৷ কিন্তু এখন বলতেই হচ্ছে দেশে মুসলিমদের অবস্থা ভাড়াটিয়ার মতো৷ রমজান মাসে ভোট হওয়া প্রসঙ্গে সপা নেতা জানান, ভোটের দিন ঘোষণার পর তা পরিবর্তন করা সম্ভব নয়৷ কিন্তু দিন ঘোষণার আগে নির্বাচন কমিশন নিশ্চয়ই বিষয়টি জানত৷

এয়ারস্ট্রাইক নিয়ে রাজনীতিকরণ করার কোনো সুযোগ ছাড়ছেন না নেতারা৷ সমাজবাদী পার্টির এই নেতা এয়ারস্ট্রাইক নিয়ে রাজনীতি করায় নাম না নিয়ে বিজেপিকে একহাত নেন৷ এনআইএকে জানিয়েছে আজম খান বলেছেন, ”প্রথমবার কেউ সার্জিক্যাল স্ট্রাইকের নামে ভোট চাইতে যাবে৷ তার মানে সেনাদের জীবনের ওপর ভোট চাওয়া হচ্ছে৷ সীমান্তের সওদা করা হয়েছে, রক্তের সওদা করা হয়েছে, উর্দির সওদা করে দেওয়া হয়েছে৷”

অন্যদিকে জম্মু কাশ্মিরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ সোমবার বিস্ফোরক মন্তব্য করেন৷ তার দাবি, বালাকোটে বায়ুসেনার প্রত্যাঘাত আসলে রাজনৈতিক গিমিক৷ লোকসভা ভোটের দিকে তাকিয়ে এই অভিযান করা হয়েছে৷ ফারুক আবদুল্লাহর ইঙ্গিত, একটি বিশেষ রাজনৈতিক দল যাতে ভোটে সুবিধা পায় সেই জন্য এই প্রত্যাঘাত করা হয়েছে৷

উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য পাকিস্তানের প্রশংসা করেছেন ফারুক আবদুল্লাহ৷ বলেছেন, ভারতের কৃতজ্ঞ থাকা উচিত৷ ভারতের পাইলট বেঁচে গিয়েছেন এবং সম্মানের সঙ্গে পাকিস্তান থেকে দেশে ফিরেছেন৷ তবে পাকিস্তানকের যুদ্ধবিমানকে জবাব দিতে গিয়ে ভারতের একটি যুদ্ধবিমান ধ্বংস হয়ে যায়৷ এই নিয়ে দুঃখপ্রকাশ করেন তিনি৷

ন্যাশনাল কনফারেন্স নেতা বলেন, ‘‘এই সার্জিক্যাল (বালাকোটে এয়ারস্ট্রাইক) স্ট্রাইক করা হয়েছে কারণ সামনেই নির্বাচন৷ কোটি কোটি টাকার একটি যুদ্ধবিমান আমরা হারিয়েছি৷ ভারতের বায়ুসেনার পাইলট বেঁচে পাকিস্তান থেকে সম্মানের সঙ্গে দেশে ফিরে এসেছে এর জন্য কৃতজ্ঞ থাকা উচিত৷’’

পূর্ববর্তি সংবাদবড় দল নির্বাচন বয়কট করায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়নি: সিইসি
পরবর্তি সংবাদইয়েমেনের শুধু হাজ্জাহ এলাকাতেই এক মিলিয়নেরও বেশি মানুষ ক্ষুধার্ত: জাতিসংঘ