শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা ভালো মানুষ হওয়ার সার্টিফিকেট দেয় না : পুলিশের মহাপরিদর্শক

ইসলাম টাইমস ডেস্ক: শিক্ষার্থীদের উদ্দেশে পুলিশের মহাপরিদর্শক ড. জাবেদ পাটোয়ারী বলেছেন, প্রাতিষ্ঠানিক শিক্ষাই যথেষ্ট নয়। প্রাতিষ্ঠানিক শিক্ষা ভালো মানুষ হওয়ার সার্টিফিকেট দেয় না। সুশিক্ষায় শিক্ষিত হয়ে সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে নিজেদের নিয়োজিত করতে হবে।

মাদক ও সন্ত্রাস থেকে সকলকে দূরে থাকার অনুরোধ জানিয়ে পুলিশ মহাপরিদর্শক বলেন, আজকের শিক্ষার্থীরাই সুনাগরিক হয়ে একদিন বিশ্বে দেশের প্রতিনিধিত্ব করবে।

মঙ্গলবার দুপুরে নাটোরের হরিশপুরে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের আনুষ্ঠানিক উদ্বোধনপূর্বক অভিভাবক সমাবেশে তিনি এসব কথা বলেন।

জেলা পুলিশ সুপার সাইফুল­াহ আল মামুনের সভাপতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল কুদ্দুস, নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশীদ হোসেন, নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) আকরামুল হাসান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাতসহ বিভিন্ন
থানার অফিসার ইনচার্জগণ ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

পূর্ববর্তি সংবাদযারা আলেম-ওলামার বিরুদ্ধে কথা বলবে আমরা তাদের প্রশ্রয় দেবো না: গণপূর্তমন্ত্রী
পরবর্তি সংবাদরাসেলকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে গ্রীন লাইনকে আদালতের নির্দেশ